বনমন্ত্রীর খালাসের রায় বহাল থাকল

ঘুষ গ্রহণের অভিযোগে করা দুর্নীতির মামলায় পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে খালাস করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সোমবার দুদকের করা লিভ টু আপিল খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে মঞ্জুর পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ শুনানি করেন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
২০০৮ সালের ১০ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৮ আনোয়ার হোসেন মঞ্জুকে সাত বছরের কারাদণ্ড ও ৭৫ লাখ টাকা জরিমানা করে আদেশ দেন। বিচারিক আদালতের এই আদেশের বিরুদ্ধে আবেদন করলে হাইকোর্টের একটি বেঞ্চ ২০১০ সালের ২৩ আগস্ট আনোয়ার হোসেন মঞ্জুকে খালাস দেন। এই খালাস আদেশের বিরুদ্ধে ২০১৪ সালের ৮ এপ্রিল লিভ টু আপিল করে দুদক।
সোমবার দুদকের করা লিভ টু আপিল খারিজ করে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।
খুরশিদ আলম খান জানান, সেনাসমর্থিত ফখরুদ্দিন-জেনারেল মঈনের সরকারের আমলে ২০০৭ সালের ২৫ আগস্ট শাহবাগ থানায় এ মামলা করে দুদক।
মামলার অভিযোগে বলা হয়, ১৯৯৬-২০০১ আওয়ামী লীগ সরকারের আমলে যোগাযোগমন্ত্রী থাকাকালে আনোয়ার হোসেন মঞ্জু বাগেরহাটের মোল্লারহাট থেকে টাউন নোয়াপাড়া পর্যন্ত সংস্কারের কাজে ৭৫ লাখ টাকা ঘুষ গ্রহণ করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন