শনিবার, জুলাই ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

বন্ধুদের কাছে লোকদেখানো বড়লোকি (ভিডিওসহ)

ব্রিটেনের দারিদ্র্যপীড়িত ঘরের সন্তানরা যত কষ্টই হোক, স্কুলের শেষদিনে প্রম নাইটের জন্য কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে দামি গাড়ি নিয়ে আসেন। উদ্দেশ্য সবার চোখে পড়া। পূর্ব লন্ডন এবং টাওয়ার হ্যামলেটের বাসিন্দা এই কিশোর-কিশোরীরা ল্যামবার্গিনি, ফেরারি বা বেন্টলের মতো বিলাসবহুল এবং দামি গাড়িতে চড়ে যোগ দেয় প্রম নাইটে। ব্রিটিশ পত্রিকা মেইলের অনলাইন সংস্করণে এ-সংক্রান্ত বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

প্রম নাইটের জন্য বিলাসবহুল গাড়ি ভাড়া করার নজির বেশ প্রচলিত ব্রিটেনে। জাঁকজমকের সঙ্গে স্কুলজীবনের আনুষ্ঠানিক সমাপ্তি হয় প্রম নাইটের মাধ্যমে। আর সে অনুষ্ঠানে অংশ নিতেই এত কাণ্ড। মেইলের প্রতিবেদনে বলা হয়, দামি গাড়ি ভাড়া করতে যে খরচ হয় তা দিয়ে পূর্ব লন্ডনে বাড়ি কেনা যায়।

কিছু কিছু দামি গাড়ি রয়েছে যেগুলো ভাড়া করতে তিন লাখ ইউরো পর্যন্ত গুনতে হয়। অথচ পূর্ব লন্ডনে এক রুমের ফ্ল্যাট কিনতে খরচ পড়ে ৭০ হাজার ইউরোর কিছু বেশি।

ব্যাপারটা শুধুই বড়লোকি দেখানোর জন্য এবং সবার চোখে পড়ার জন্য করা হয় সেটা অকপটে স্বীকার করে প্রম নাইটে আসা কিশোর কিশোরীরা। সোয়ানলি স্কুলের শিক্ষার্থী ফয়জুর রহমান মেইল অনলাইনকে বলেন, ‘এটা আসলে লোকদেখানো একটা ব্যাপার। দামি গাড়ি নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানো, গান বাজানো, রেস করা। সবার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয় এর মাধ্যমে।’

প্রম নাইটে অংশ নেওয়ার জন্য বন্ধুদের সঙ্গে মিলে চারদিনের জন্য ৪০০ ইউরো দিয়ে একটি দামি অডি এস ৪ মডেলের গাড়ি ভাড়া করেছিলেন ফয়জুর। এ নিয়ে তিনি বলেন, ‘গাড়ির জন্যই সবাই আপনাকে দেখবে, আপনাকে পাত্তা দেবে, এটা অনেকটা স্পটলাইটে থাকা।’ আর প্রম নাইটের দামি গাড়ির মহড়া এবং রেসের ভিডিওগুলো প্রায়ই ভিডিও করে ইউটিউবে আপলোড করে শিক্ষার্থীরা।

প্রম নাইটের জন্য গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা রয়েছে ইব্রাহিম হুসাইনের ভাইয়ের। গত বছর সেখানে পার্ট টাইম কিছুদিন কাজ করেছিলেন ইব্রাহিম। নিজের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘যখন প্রম নাইটের সময় চলে আসে, তখন কিশোর-কিশোরীদের মধ্যে একটা উত্তেজনা কাজ করে। ওদের দেখলেই সেটা বোঝা যায়। তবে এটাও ঠিক যে সবার সে সামর্থ্য থাকে না। যাদের বাবা-মা বেকার বা সংসারের খরচ চালিয়ে আর কোনো সঞ্চয় থাকে না, তারা চাইলেও ব্যাপারটা উপভোগ করতে পারে না। তবে সবাই নিজের সাধ্যমতো চেষ্টা করে দামি গাড়ি নিয়ে প্রম নাইটে যেতে।’

ব্রিটেনে বাংলাদেশি অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিতি টাওয়ার হ্যামলেটস, এখানকার বেশির ভাগ শিক্ষার্থীই বাংলাদেশি বংশোদ্ভূত। টাওয়ার হ্যামলেটসের অধিবাসী এবং ওসমানী ট্রাস্ট ইয়ুথ অ্যান্ড কমিউনিটি অর্গানাইজেশনের কর্মী আবদুল হাসনাত মেইল অনলাইনকে বলেন, ‘এখন যে ধরনের আয়োজন হয় সেটা ১৪-১৫ বছর আগেও ছিল না। তখন ছোটখাটো পরিসরে প্রম নাইটের আয়োজন হতো। সেই সময়ের তুলনায় এখন এর পরিসর এবং আয়োজন অনেক বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে খরচ।’

কিশোর এসব শিক্ষার্থীর অনেকে গাড়ি চালাতে পারে না। বা পারলেও ড্রাইভিং লাইসেন্স নেওয়ার মতো বয়স তাদের হয়নি। তাই দামি গাড়ির সঙ্গে চালকও ভাড়া করে তারা। তবে খরচ কমানোর জন্য সবাই চেষ্টা করে পরিচিত কারো গাড়ি ধার করতে। সেটা না হলে অগত্যা টাকা জমিয়ে প্রমে যাওয়ার জন্য গাড়ি ভাড়া করতে হয় তাদের।

সোয়ানলিয়া স্কুলের তেমনই এক শিক্ষার্থী স্টিফেন বোলোম্পা। প্রথম যখন মায়ের কাছে গাড়ি ভাড়া করার আবদার নিয়ে গিয়েছিলেন তিনি, ব্যাপারটা অসম্ভব মনে হয়েছিল তাদের কাছে। পুরো পরিবারের খরচের পর আর গাড়ি ভাড়া করার জন্য টাকা জমানো সম্ভব ছিল না। শেষ পর্যন্ত পরিচিত একজনের মাধ্যমে বিনামূল্যেই গাড়ি জোগাড় করেন স্টিফেন। সেই অনুভূতি সম্পর্কে স্টিফেন বলেন, ‘ব্যাপারটা অসম্ভব ছিল। কিন্তু যখন আপনি সত্যিই একটা দামি গাড়িতে করে প্রমে যাবেন, আর সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে, সে অনুভূতির তুলনা হয় না।’

ভিডিও টি এখানে দেখুন………..

এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার

আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?

বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন

ধনিয়া পাতার উপকারি গুণ

চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন

  • ওজন কমাতে যা খাওয়া যেতে পারে
  • প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন
  • আমলকি কখনো স্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ হয়ে ওঠে
  • বাসি দই ও পান্তা ভাতের আশ্চর্যজনক উপকারিতা
  • স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর সবজি হলো লাউ
  • মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ উঠল ৪৩ ডিগ্রিতে
  • যেসব অঞ্চলে টানা ৩ দিন ঝড়বৃষ্টি
  • ২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম
  • গরমে চুলের যত্ন নেবেন কীভাবে?
  • একলাফে সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?
  • ত্বকের দাগ দূর করার ঘরোয়া উপায়