রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বলিউডি হিরোদের পারিশ্রমিক কার কত ?

বলিউডে সেরা নায়কদের সিনেমা মানেই শত শত কোটি টাকার ব্যবসা। তবে এ বছরের শুরুতে বিশ্বের অন্যতম বড় সিনেমা বাজারে কিছুটা মন্দা ভাব থাকলেও মাস গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যবসা সফল সিনেমার সংখ্যাও বাড়তে থাকে। বিশেষ করে সালমান খান অভিনীত বজরঙ্গী ভাইজান সিনেমাটির বহু রেকর্ডই ভেঙ্গেছে এ বছর।

বলিউডের বাজার বিশ্লেষকদের মতে নায়কের নাম দেখেই দর্শক হলে যান। সেই বিবেচনায় সেখানকার নায়করাও একেকটি সিনেমার জন্য চড়া পারিশ্রমিক নিয়ে থাকেন। সেই পারিশ্রমিকের অংকটা কত এটা জানার আগ্রহ হয়তো আপনারও আছে। সেই বিবেচনায় চলতি বছরে বলিউডের কোন নায়ক কত পারিশ্রমিক নিয়েছেন তার একটি তালিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে। সেই তালিকায় দেখা গেছে বর্তমানে সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া তারকা আর কেউ নন, সালমান খান। এর পরেই আছেন মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান।

আসুন তবে দেখে নেওয়া যাক- ২০১৫ সালের শেষে প্রকাশিত তালিকায় দেখা যাক পারিশ্রমিকের নিরিখে প্রথম দশে রয়েছেন কোন কোন অভিনেতা।

images
১. সালমান খান-৬০ কোটি
বজরঙ্গী ভাইজানের পর এই মুহূর্তে বলিউডের সব থেকে দামী অভিনেতা সালমান খান। প্রতি ছবির জন্য সালমান ৬০ কোটি টাকা পারিশ্রমিক নেন। সঙ্গে রয়েছে লাভের শেয়ার। নেবেন নাই বা কেন? শুধু ভাইয়ের নামেই যে ৪০০ কোটির ব্যবসা করে ছবি।

download
২. আমির খান-৫০ কোটি
সালমানের থেকে একটু পিছিয়ে রয়েছেন মিস্টার পারফেরশনিস্ট আমির খান। শেয়ার ছাড়াও ছবি পিছু আমিরের পারিশ্রমিক ৫০ কোটি। শোনা যায় পারিশ্রমিকের সঙ্গে আপস করলেও লাভের শেয়ারের সঙ্গে একচুলও শেয়ার করেন না আমির।

6n63NjG
৩. অক্ষয় কুমার-৪০ কোটি
প্রায় দুদশকের খান রাজত্বে টিকে থেকে আজ যিনি সুপারস্টার তার পারিশ্রমিক যে চমকে দেওয়ার মতো তা তো জানা কথাই। নিত্যনতুন বিষয় নিয়ে ছবি করার নেশায় মশগুল অক্ষয়ের পারিশ্রমিক ছবি পিছু ৪০ কোটি। সঙ্গে রয়েছে লাভের শেয়ার।

images (1)
৪. শাহরুখ খান-৪০ কোটি
বলিউড বাদশা হলেও পারিশ্রমিকের অঙ্কে অন্য দুই খানের থেকে একটু পিছিয়ে রয়েছেন শাহরুখ। গত কয়েক বছরে ব্যবসার নিরিখে সলমন, আমিরের ছবির তুলনায় একটু পিছিয়ে রয়েছে শাহরুখের ছবি। লাভের শেয়ারের পাশাপাশি তাই ছবি পিছু শাহরুখের পারিশ্রমিক ৪০ কোটি।

download (1)

৫. হৃতিক রোশন-৪০ কোটি

ছবি রিলিজ করেন কালেভদ্রে। তবুও হৃতিকের ছবি মুক্তি পেলেই হৈ হৈ পড়ে যায়। ছবি পিছু হৃতিকের পারিশ্রমিকও এখন শাহরুখের মতোই ৪০ কোটি। তবে শোনা যাচ্ছে আশুতোষ গোয়ারিকরের আগামী ছবি মহেঞ্জো দারোতে পারিশ্রমিক বেড়েছে তার।

images (2)

৬. রণবীর কাপুর-৩০ কোটি

বলিউডে পা রেখেছেন ১০ বছর। বক্সঅফিসে সাফল্যের পাশাপাশি বুঝিয়ে দিয়েছেন নিজের ক্ষুরধার অভিনয় ক্ষমতাও। ২০১৫ সালের শেষে এসে আগামী সুপারস্টার রণবীরের পারিশ্রমিক এখন ছবি পিছু ৩০ কোটি।

download (2)
৭. অজয় দেবগন-২৫ কোটি
খানেদের সমসাময়িক হলেও অজয়ের জীবনে উত্থান হয় কিছুটা দেরিতে। তবে শেষ কয়েক বছরে অজয়ের ছবির সাফল্য তাকে তুলে এনেছে বলিউডের প্রথম সারিতে। ছবি পিছু অজয়ের পারিশ্রমিক ২৫ কোটি। সেইসঙ্গেই ভোলেন না লাভের শেয়ার নিতেও।

amitabh_9234
8.অমিতাভ বচ্চন-২০ কোটি
বলিউডের একমাত্র অভিনেতা যিনি ৭০ পেরিয়েও সহজেই জায়গা করে নেন প্রথম সারিতে। এখনও ছবি পিছু বিগ বি-র পারিশ্রমিক ২০ কোটি। এই কারণেই তিনিই বলিউডের সর্বকালের শাহেনশাহ।

saif-ali-khan_1
৯. সাইফ আলি খান-১৫ কোটি
তালিকায় নবম স্থানে জায়গা করে নিয়েছেন সাইফ আলি খান। ছবি পিছু পারিশ্রমিক ১৫ কোটি। তবে সাইফের তুলনায় এই পারিশ্রমিক বেশ ভাল। তার অধিকাংশ ছবিই বক্সঅফিসে লাভের মুখ দেখে না। শেষ হিট ছবি কী তাও দর্শকদের ভাবতে বসতে হবে।

33333333
১০. রণবীর সিং-১৫ কোটি
বলিউডের ইয়ং ব্রিগেডের সবথেকে তেজি ঘোড়া রনবীর সিং কিন্তু জায়গা করে নিয়েছেন প্রথম সারিতে। এখন ছবি পিছু পারিশ্রমিক ১৫ কোটি। অবিলম্বেই যে এই পারিশ্রমিক অনেককেই ছাপিয়ে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না।

এই সংক্রান্ত আরো সংবাদ

সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা

শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন

শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে

আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন

আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?

গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন

  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প
  • পরীমণিকে আদালতে হাজির হতে সমন
  • শাকিব ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের জায়গা নেই: বুবলী
  • সিনেমা মুক্তি দিতে হল না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নায়ক
  • বিশাখাপত্তনমে কয়েকদিন