শনিবার, জুলাই ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

বাংলা দ্বিতীয় পত্র নবম শ্রেণীর শিক্ষার্থীদের

স্বপ্না সরকারসিনিয়র সহকারী শিক্ষিকাভিকারুননিসা নূন স্কুল ঢাকা

প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রশ্নগুলো প্রথমে নিজেরা চেষ্টা করবে। পরে সঠিক উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে। পাঠশালায় প্রকাশিত কপিগুলো সংগ্রহে রেখে নিয়মিত অনুশীলন করবে।

২৪। কোন বিষয়টি ব্যাকরণের আনুষঙ্গিক আলোচ্য বিষয়?

(ক) বাগধারার (খ) অঙ্গ-প্রত্যঙ্গের

(গ) বাগযন্ত্রের (ঘ) চক্ষু ও কর্ণের

উত্তর : ১। খ ২। ঘ ৩। গ ৪। খ ৫। ঘ ৬। ঘ ৭। ক ৮। গ ৯। ক ১০। ক ১১। খ ১২। ঘ ১৩। খ ১৪। ক ১৫। গ ১৬। গ ১৭। গ ১৮। খ ১৯। খ ২০। ক ২১। খ ২২। গ ২৩। ক ২৪। গ

১. ‘কারক’ (কৃ+অক) শব্দটির অর্থ কী?

ক. যা পদকে সম্পাদন করে

খ. যা সমাসকে সম্পাদন করে

গ. যা ক্রিয়া সম্পাদন করে

ঘ. যা পদ ও সমাসকে সম্পাদন করে

২. বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নাম পদের যে সম্পর্ক তাকে কী বলে?

ক. সন্ধি খ. সমাস গ. কারক ঘ. বিভক্তি

৩. কারক নির্ণয় করার সহজ উপায় কী?

ক. শব্দটিকে ভাঙা খ. বিশেষ্যকে প্রশ্ন করা

গ. বিশেষণকে প্রশ্ন করা ঘ. ক্রিয়াকে প্রশ্ন করা

৪. বাক্যের প্রতিটি শব্দের সঙ্গে অন্বয় সাধনের জন্য যেসব বর্ণ যুক্ত হয় তাদের কী বলে?

ক. সমাস খ. কারক গ. বিভক্তি ঘ. সম্বন্ধ পদ

৫. বিভক্তি চিহ্ন স্পষ্ট না হলে কোন বিভক্তি আছে বলে মনে করা হয়?

ক. শূন্য খ. দ্বিতীয়া গ. তৃতীয়া ঘ. চতুর্থী

৬. প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, ষষ্ঠী, সপ্তমী এগুলো_

ক. শূন্য বিভক্তি খ. বাংলা শব্দ বিভক্তি

গ. ষষ্ঠ বিভক্তি ঘ. কর্তৃকারকের বিভক্তি

৭. একবচন ও বহুবচনভেদে বিভক্তিগুলোর কী ধরনের পার্থক্য দেখা যায়?

ক. উচ্চারণগত খ. অর্থগত গ. অবস্থানগত ঘ. আকৃতিগত

৮. ষষ্ঠী নাম বিভক্তির চিহ্ন কোনটি?

ক. কে, রে খ. র, এর গ. এ, য়, তে ঘ. দ্বারা, দিয়ে, কর্তৃক

৯. কোন বিভক্তি ব্যাকরণের নিয়ম অনুসারে কারকে ব্যবহার হয় না?

ক. চতুর্থী খ. পঞ্চমী গ. ষষ্ঠী ঘ. সপ্তমী

১০. বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্যানুসারে কর্তৃকারকের কর্তা কত প্রকার?

ক. ২ প্রকার খ. ৩ প্রকার গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার

১১. বাক্যে দুটো কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করলে তাদের কোন কর্তা বলে?

ক. মুখ্য কর্তা খ. গৌণ কর্তা

গ. ব্যতিহার কর্তা ঘ. প্রযোজ্য কর্তা

১২. ‘বাঘে-মহিষে এক ঘাটে জল খায়’। _ ‘বাঘে-মহিষে’ কর্তৃকারকের প্রকারভেদে কোন কর্তার উদাহরণ?

ক. মুখ্য কর্তা খ. প্রযোজ্য কর্তা

গ. ব্যতিহার কর্তা ঘ. ভাববাচ্যের কর্তা

১৩. কোন বাক্যে ব্যতিহার কর্তা রয়েছে?

ক. মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন

খ. বাঘে-মহিষে একঘাটে জল খায়

গ. রাখাল গুরু পাল লয়ে যায় মাঠে

ঘ. তোমাকে পড়াতে হবে

১৪. ‘রাজায় রাজায় লড়াই, উলুখাগড়ার প্রাণান্ত’_ কোন প্রকারের কর্তার উদাহরণ?

ক. ভাববাচ্যের কর্তা খ. ব্যতিহার কর্তা

গ. কর্মবাচ্যের কর্তা ঘ. কর্মকর্তৃবাচ্যের কর্তা

[ বাকি অংশ প্রকাশিত হবে আগামীকাল ]

এই সংক্রান্ত আরো সংবাদ

সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন

১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার

এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন

বিশ্ব অর্থনীতির তালিকায় জাপানকে ছাড়িয়ে গেল রাশিয়া

বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানকে ছাড়িয়ে গেল রাশিয়া। জুনেরবিস্তারিত পড়ুন

  • ডাক ও টেলিযোগাযোগ খাতে এডিপি বাস্তবায়ন শতভাগ
  • এডিবি ২৫ কোটি ডলার ঋণ দেবে সামাজিক নিরাপত্তায়  
  • ত্রিভুজ ক্ষমতাকাঠামোর অধীনে প্রণীত ত্রিশঙ্কু বাজেট
  • ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলাম মঙ্গলবার
  • নিজ ভূমি অধিকার সুনিশ্চিত করলে তা জীবনযাত্রার মানোন্নয়নে সহায়ক হয় : ভূমিমন্ত্রী
  • বছরের শেষের দিকে মূল্যস্ফীতি কমে আসবে: অর্থমন্ত্রী
  • এজেন্ট ব্যাংকিংয়ে ঋণ বিতরণ বেড়েছে ৪১ শতাংশ
  • ‘মুক্ত বিনিয়োগ নীতি গ্ৰহনে পাচারকৃত অর্থ ফেরানোর সুযোগ রয়েছে’
  • বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি খলীকুজ্জমান, সম্পাদক আইনুল
  • নীতি সহায়তা যুক্ত হচ্ছে রফতানিতে
  • দেশের রিজার্ভ কমে ১৮ বিলিয়ন ডলার
  • সমাজ পরিবর্তনে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে : বস্ত্র ও পাট মন্ত্রী