রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাড্ডায় মার্ডার, শামসুর পরিবারের মামলা নেয়নি পুলিশ

রাজধানীর মধ্যবাড্ডায় ট্রিপল মার্ডারের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা শামসু মোল্লার পরিবারের পক্ষ থেকে মামলা করতে গেলেও তা নেয়নি পুলিশ। পরিবারের দাবি, আসামির নাম উল্লেখ করে মামলা দায়ের করতে চাওয়ায় মামলা নেয়নি পুলিশ। বরং তাদের দীর্ঘক্ষণ বসিয়ে রেখে ফেরত পাঠানো হয়েছে।

শামসু মোল্লার বোনের স্বামী মো. পলাশ অভিযোগ করে বলেন, ‘রাত ৮টা থেকে ২টা পর্যন্ত থানায় মামলা করার জন্য বসে ছিলাম। বিভিন্ন কারণ দেখিয়ে আমাদের মামলা নেওয়া হয়নি।’

তবে পুলিশ বলছে, ট্রিপল মার্ডারের ঘটনায় গামার বাবা মতিউর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন। তাই ওই ঘটনায় একটি মামলা হলে আর কোনো মামলার প্রয়োজন নেই। ওই মামলায় হত্যার সব আসামিকে গ্রেফতার করা সম্ভব হবে।

শামসু মোল্লার পরিবারের এক সদস্য বলেন, ‘আমরা মামলার আবেদনে যে চারজনের নাম উল্লেখ করেছি, তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদেরকে সবাই সন্ত্রাসী হিসেবে চেনেন। এরা বাউল সুমনের সহযোগী ছিল। এদের ব্যবহার করেই বাউল সুমন এলাকায় বিভিন্ন অপকর্ম করত।’

আবেদনে যাদের নাম উল্লেখ করা হয়েছে এরা হলো- সোহেল রানা, জুনায়েদ হোসেন জুয়েল, রনি ও বিজয়। তবে সোহেল ও ‍জুয়েল বাড্ডা থানা ছাত্রলীগের সহ-সম্পাদ্ক পরিচয়ে এলাকায় ব্যানার লাগিয়েছে। কিন্তু নিহতের পরিবার দাবি করছে, ছাত্রলীগে তাদের কোনো পদ নেয়। তারা সবাই চিহ্নিত সন্ত্রাসী।

ঘটনার পরদিন একটি পরিবারের পক্ষ থেকে হত্যাকাণ্ডে জড়িত সাতজনের নাম বলা হয়েছিল। ওই সাতজনের মধ্যে আবেদনে উল্লেখ করা চারজনও রয়েছে।

সাতজনের বিষয়ে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ জলিল বলেন, ‘পরিবারের পক্ষ থেকে যদি তাদের নাম উল্লেখ করে মামলা করেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এ ছাড়া তাদের নামের মধ্যে আমাদেরও কয়েকজন সন্দেহভাজন রয়েছে। সবাইকে আমরা নজরদারিতে রেখেছি। আশা করছি, খুব দ্রুত অপরাধীদের গ্রেফতার করতে পারব।’

মামলার বিষয়ে গুলশান বিভাগের উপকমিশনার মোস্তাক আহমদ বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুর রহমান গামার বাবা মতিউর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-১৬। মামলায় ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মধ্যবাড্ডার আদর্শনগর পানির পাম্পে বসে আলোচনার সময় গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ ঘটনায় গামা ও তার সঙ্গে থাকা ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা শামসু মোল্লা, স্থানীয় ক্লিনিকের ম্যানেজার ফিরোজ আহমেদ মানিক মারা যান। এতে আহত হন যুবলীগ নেতা আবদুস সালাম। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন

ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন

ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩

রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন

  • জাহাঙ্গীরনগর রণক্ষেত্র, অর্ধশতাধিক আহত 
  • রাজধানীর শনির আখড়া ও ধনিয়ায় গুলিবিদ্ধ ৬
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • মিরপুরে অজ্ঞান পার্টির কবলে কিশোর, খোয়ালো অটোরিকশা
  • নয়াপল্টনে র‍্যাবের অভিযানে অবৈধ ভিওআইপি সরঞ্জামাদিসহ আটক ১
  • গার্ডরুমে সহকর্মীর গুলিতে পুলিশ সদস্য নিহত
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • রাজধানীর শিশু হাসপাতালে আগুন
  • বায়ু দূষণ: শীর্ষস্থানে বাংলাদেশ, দ্বিতীয় স্থানে পাকিস্তান
  • ক্ষমা চেয়ে নিচ্ছি, তাড়াহুড়োয় ভুল হয়ে গেছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
  • রাজধানীতে হাতিরপুলের আগুন নিয়ন্ত্রণে
  • হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া