বাড্ডা থেকে গ্রেপ্তার হওয়া জামায়াতের ১৮ নেতাকর্মী রিমান্ডে
রাজধানীর মেরুল বাড্ডার ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে গ্রেপ্তার হওয়া জামায়াতের ১৮ নেতাকর্মীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদের মধ্যে ১৬ জনের দু’দিন করে এবং বাকী দু’জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আজ শনিবার ঢাকা মহানগর হাকিম মো. সাজ্জাদুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।
এ বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মোহাম্মদ মাসুম জানান, শনিবার গ্রেপ্তাররকৃত ১৮ জনকে আদালতে তোলা হয়। তাদের জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। অন্যদিকে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও বাড্ডা থানার উপ-পরিদর্শক নূর মোহাম্মদ। উভয়পক্ষের শুনানি শেষে ১৬ জনকে দু’দিন করে এবং দু’জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
প্রসঙ্গত, গতকাল শুক্রবার ভোরে মেরুল বাড্ডার ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জামায়াতের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। জামায়াতের একাধিক নেতার দাবি, তারা দলের ২০১৭-১৯ সেশনের আমির নির্বাচনের ভোটের কাজ করছিল। অন্যদিকে পুলিশের দাবি, আটক ব্যক্তিরা সরকারবিরোধী ষড়যন্ত্র করছিল। পরে এ অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে বাড্ডা থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন