বাল্য বিবাহকে লাল কার্ড

“দেশের মধ্যে চুয়াডাঙ্গা বাল্য বিয়েতে দ্বিতীয় স্থানে রয়েছে এটা জেলাবাসী হিসেবে আমাদের জন্য খুবই দুঃখজনক। এ লজ্জা থেকে বেরোতে হলে বাল্য বিয়ে প্রতিরোধের জন্য আমাদেরকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।” চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুন এমপি উপরের কথাগুলো বলেন।
আজ রোববার বেলা সোয়া ১১টায় জেলা শিল্পকলা একাডেমী উন্মুক্ত মঞ্চে চুয়াডাঙ্গা ইমাম, মুয়াজ্জিন, কাজি, গ্রামপুলিশ, শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও সূধীজনদের নিয়ে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক এক সামাবেশ অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার রশীদুল হাসান, জেলা পরিষদ প্রশাসক মোঃ মাহ্ফুজুর রহমান মঞ্জু, সদর উপজেলা চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসটি) আব্দুর রাজ্জাক, চুয়াডাঙ্গা পৌর চেয়ারম্যান ওবায়দুর রহমান চৌধূরী জিপু, জেলা রেজিষ্ট্রার আবুল কালাম আজাদ ও জেলা ইসলামী ফাউ-েশনের উপ-পরিচালক এবিএম রবিউল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কে,এম,মামুুন উজ্জামান। শেষে বাল্য বিবাহ মুক্ত ঘোষণার শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি ও হুইপ, জাতীয় সংসদ । বাল্য বিবাহ মুক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলের হাতে ছিল “বাল্য বিবাহকে লাল কার্ড“ সম্বলিত প্লেকার্ড। অনুষ্ঠানে উপস্থিত সকলে বাল্য বিবাহকে না বলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, হিট অ্যালার্ট জারি
টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা বইছে চুয়াডাঙ্গায়। তাপদাহের কারণেবিস্তারিত পড়ুন

চুয়াডাঙ্গায় আগুনে পুড়ল কৃষকের ছাগল ও ভুট্টা
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় অগ্নিকাণ্ডে আব্দুল আজিজ (৫০) নামে একবিস্তারিত পড়ুন

চুয়াডাঙ্গার সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সুলতানপুর বিজিবি টহলদল সীমান্তের পাকারাস্তাবিস্তারিত পড়ুন