শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

টাকা নিয়ে ভোট না দেয়ায় ইউপি চেয়ারম্যানকে থাপ্পড়

চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে জীবননগর উপজেলায় টাকার বিনিময়ে ভোট দেয়ার প্রতিশ্রুতি থাকলেও ইউপি চেয়ারম্যান ও সদস্যরা ভোট না দেয়ায় ক্ষেপেছেন পরাজিত প্রার্থীরা।

শুক্রবার সকাল থেকে টাকা ফেরত নিতে অভিযানে নামেন বেশ কয়েকজন পরাজিত প্রার্থী। এসময় এক ইউপি চেয়ারম্যান ৩০ হাজার টাকা নিয়ে ভোট না দেয়ায় তাকে প্রকাশ্যে থাপ্পড় মেরেছেন সংরক্ষিত সদস্য পদের পরাজিত প্রার্থী ফারহানা আক্তার রিনি।

এ ব্যাপারে সংরক্ষিত সদস্য পদের পরাজিত প্রার্থী ফারহানা আক্তার রিনি বলেন, ভোট দেয়ার কথা বলে ওই ইউপি চেয়ারম্যান আমার কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়েছিলেন। কিন্তু আমাকে ভোট না দেয়ায় তার কাছ থেকে টাকা ফেরত নেয়ার ব্যাপারে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে মেরেছি।

এছাড়া তাকে ভোট দেয়ার কথা বলে তার কাছ থেকে অনেক ভোটার টাকা নিয়েছিলেন। কিন্তু ভোট দেননি। এ কারণে টাকা ফেরতের জন্য তিনি চাপ সৃষ্টি করেছেন। প্রয়োজনে এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে তাদের মুখোশ উম্মোচন করে দেবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এছাড়া এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট করতে গিয়ে জুতা ও চাদর বিতরণ করা হয়। কিন্তু ওই চেয়ারম্যান প্রার্থী এ উপজেলাতে পেয়েছেন মাত্র ১ ভোট। এখন জুতা-সেন্ডেল ও চাদরও ফেরত চাওয়া হচ্ছে।

এদিকে টাকা ফেরত দেয়ার ভয়ে বাঁকা ইউপির এক সদস্য এলাকা ছেড়ে পালিয়েছেন বলে খবর পাওয়া গেছে।

চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে জীবননগর উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিলো ৯১। এসব ভোটারের অধিকাংশই চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের নিকট একাধিকবার হাজার হাজার টাকায় ভোট দেয়ার চুক্তিতে বিক্রি হয়েছেন। কিন্তু ভোটের পরে অধিকাংশ প্রার্থী দেখতে পান তাদের ঝুলিতে ভোট পড়েনি।

পরাজিত এসব সদস্যরা ক্ষিপ্ত হয়ে টাকা ফেরত নিতে অভিযানে নামেন। অনেকে টাকা হজম করতে না পেরে ফেরতও দিয়েছেন। একাধিক প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়া বাঁকা ইউপির এক সদস্য টাকা ফেরত দেয়ার ভয়ে এলাকা ছেড়ে পালিয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, হিট অ্যালার্ট জা‌রি

টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা বই‌ছে চুয়াডাঙ্গায়। তাপদা‌হের কার‌ণেবিস্তারিত পড়ুন

চুয়াডাঙ্গার সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলার দর্শনা থানার সুলতানপুর বিজিবি টহলদল সীমান্তের পাকারাস্তাবিস্তারিত পড়ুন

  • চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানকে কুপিয়ে হত্যা করলেন মা!
  • বোরকা পড়ে প্রেমিকাকে মোবাইল দিতে, অতঃপর……
  • চুয়াডাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১২
  • চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় ভটভটির দুই যাত্রী নিহত
  • চুয়াডাঙ্গায় স্ত্রীর পরকীয়ায় বাধা হয়ে দাঁড়ানোয় স্বামীকে খুন
  • চুয়াডাঙ্গায় ২ লাশ উদ্ধার করছে পুলিশ
  • সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে বন্দী
  • চুয়াডাঙ্গায় তিনদিন ব্যাপি ইজতেমা শুরু
  • ধর্ষণ করতে গিয়ে গণপিটুনি খেলো ছাত্রলীগ নেতা
  • চুয়াডাঙ্গায় ভিক্ষুক সমাবেশ অনুষ্ঠিত
  • চুয়াডাঙ্গায় বাস-আলমসাধুর সংঘর্ষে দুজন নিহত