রবিবার, অক্টোবর ১৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

বাসা না ছাড়ায় অতিথির পায়ে গুলি!

অতিথি ভগবান তুল্য। অনেকে না মানলেও আমাদের দেশের অনেক গ্রামেই এই প্রথা এখনো চালু আছে। সেই অতিথির পায়েই কিনা গুলি চালালো! না ঘটনাটি বাংলাদেশে ঘটেনি, ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের পানামা শহরে।

একবার-দুবার নয় তিনবার বলার পরও বাড়ি ছেড়ে যাচ্ছিলেন না দুই অতিথি। এতে চটে গিয়ে তাঁদের ওপরে গুলিই চালিয়ে বসলেন এক মার্কিন নারী।

অভিযুক্ত ওই নারীর নাম অ্যালানা অ্যানেট স্যাভেল। তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের পানামা শহরের বাসিন্দা। ঘটনার পর স্যাভেলকে আটক করেছে ফ্লোরিডা পুলিশ।

ফ্লোরিডার পানামা সিটি পুলিশপ্রধানের কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার দুপুর ১টার দিকে স্যাভেলের বাড়িতে বেড়াতে যান এক নারী ও আরেক পুরুষ। সে সময় তাঁরা সেখানে মদ্যপান করেন। কিছুক্ষণ পর স্যাভেল তাঁদের চলে যেতে বলেন। বেশ কয়েকবার অনুরোধ করার পরও স্যাভেলের কথায় নাকি কান দেননি ওই দুই অতিথি। শেষমেশ দশমিক ২২ ক্যালিবারের বন্দুক বের করে একজনের পায়ে গুলি করেন স্যাভেল।

স্যাভেলের প্রেমিক বেন অবশ্য বলেছেন, স্যাভেল তাঁর বুদ্ধিতেই গুলি চালিয়েছিল। এক হলফনামায় তিনি জানান, স্যাভেলকে বলেছিলেন, অতিথিদের প্রথমে চলে যাওয়ার জন্য তিনবার অনুরোধ করতে। তাঁরা না শুনলে পরে মাটির দিকে গুলি চালাতে। কিন্তু স্যাভেল অতিথিদের পায়ে গুলি চালায়।

বেন আরো জানান, স্যাভেলের ছোড়া একটি গুলি তাঁর পায়েও লেগেছে।

পুলিশের ভাষ্যমতে, স্যাভেল প্রথমে মাটিতে গুলি করে। পরে ওই দুই অতিথির দিকে গুলি চালায়। এতে নারী অতিথির পায়ে দুটি গুলি লাগে। পরে স্যাভেল স্বাভাবিকভাবেই ৯১১ নম্বরে ফোন করে পুলিশকে ব্যাপারটা জানায়।

স্যাভেলের গুলিতে আহত ওই নারীকে পরে হাসপাতালে পাঠানো হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা

পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?

এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন

১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • লজ্জায় লাল হয়ে যায় পাখিও
  • দুই হাতের হৃদয়রেখা মিলে গেলে কি হয় জানেন?
  • ৩২১ থেকে ওজন কমিয়ে ৮৫!
  • রং নম্বরে প্রেম, বাধা হয়ে দাঁড়ায়নি ঝলসে যাওয়া মুখ
  • পানিতে ভেসে উঠলো অলৌকিক হাত!
  • ১৫ বছরে একবার ফোটে ‘মৃত্যুর ফুল’
  • চা বিক্রেতা এখন ৩৯৯ কোটি টাকার মালিক
  • একটি মাছের বিষে মারা যেতে পারে ৩০ জন
  • মোবাইল কিনতে ছয় সপ্তাহের শিশুকে বিক্রি
  • পরকীয়ায় জড়াচ্ছে নারীরা প্রধান যে তিনটি কারণ নেপথ্যে
  • ২৪০০ কেজি খিচুড়ি রান্না হয় যেখানে দৈনিক !
  • পরীক্ষায় ফেল করলেই বিবাহ বিচ্ছেদ