বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিএনপি এবার জাতীয় প্রেসক্লাব নিয়ে মুখ খুললো

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘বিএনপি ভাগাভাগির রাজনীতিতে বিশ্বাস করে না, বিএনপি গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে। কিন্তু ক্ষমতাসীনরা ভাগাভাগির রাজনীতিতে বিশ্বাস করে বলেই ভাগাভাগি সংসদের ন্যায় ভাগাভাগি জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি গঠন করেছে।’ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির আয়োজনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান রিপন বলেন, ‘জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভাপতির পদে দেয়া হয়েছে শফিকুর রহমানকে। তিনি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চাঁদপুরের একটি আসন থেকে নির্বাচন করেছিলেন। তিনি একজন আওয়ামী লীগ নেতা। তাই আওয়ামী লীগ তাকে জাতীয় প্রেসক্লাবে সভাপতি পদে মনোনিত করেছে। কারণ তারা প্রতিটি প্রতিষ্ঠানকে দলবাজ ও দলকানায় পরিণত করতে চায়।’

তিনি বলেন, ‘বিএনপি কখনো জাতীয় প্রেসক্লাবকে জাতীয়তাবাদী ক্লাব বানাতে চায়নি। কারণ প্রেসক্লাব হচ্ছে গণতন্ত্রের সুতিকাগার। ক্লাবটি গণতন্ত্র রক্ষায় অনেক সংগ্রামের ভূমিকা রেখেছে এবং বিএনপির নেতাকর্মীদের পুলিশের হাত থেকে রক্ষা করেছে। এজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ।’

উল্লেখ্য, জাতীয় প্রেসক্লাবে সম্প্রতি আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত সদস্যদের একাংশের সমঝোতা কমিটি দেয়া হয়েছে। তবে এ কমিটি মেনে নেয়নি আগের কমিটির নেতারা। আর এ কমিটি গঠন নিয়ে সৃষ্ট পরিস্থিতি বর্তমানে আরো জটিল আকার ধারণ করছে। এ কমিটিকে ‘স্বঘোষিত’ আখ্যা দিয়ে তাদেরকে দখলদারিত্ব ছাড়ার জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বিএনপি সমর্থিত ফোরাম। অন্যথায় আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় ক্লাবের ভেতরে প্রতিরোধ সমাবেশ কর্মসূচির ঘোষণা দেয় তারা।

এদিকে জাতীয় সংসদে বাজেট পেশ নিয়ে সংবাদ সম্মেলনে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে দলটির মুখপাত্র বলেন, ‘বর্তমান সংসদ জনগণের ভোটে নির্বাচিত নয়, এ সংসদে কি পেশ করা হবে আর কি পেশ করা হবে না তার সমস্ত বিষয়ে আমরা পরে দেশবাসীকে অবহিত করবো।’ এসময় সংবাদ সম্মেলনে বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় প্রেসক্লাবে সম্প্রতি আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত সদস্যদের একাংশের সমঝোতা কমিটি দেয়া হয়েছে। তবে এ কমিটি মেনে নেয়নি আগের কমিটির নেতারা। আর এ কমিটি গঠন নিয়ে সৃষ্ট পরিস্থিতি বর্তমানে আরো জটিল আকার ধারণ করছে। এ কমিটিকে ‘স্বঘোষিত’ আখ্যা দিয়ে তাদেরকে দখলদারিত্ব ছাড়ার জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বিএনপি সমর্থিত ফোরাম। অন্যথায় আগামী বৃহস্পতিবার বেলা ১১টায় ক্লাবের ভেতরে প্রতিরোধ সমাবেশ কর্মসূচির ঘোষণা দেয় তারা।

এই সংক্রান্ত আরো সংবাদ

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন

  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের
  • খালেদা জিয়ার ৩ রোগ বড় সংকট : চিকিৎসকরা
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *