বিপাশা-করণের ঘরে আসছে নতুন অতিথি
বিয়ে হল সেদিন অথচ, এখনই নাকি মা হতে চলেছেন বিপাশা! শুনে নিশ্চয় অবাক হচ্ছেন। সুখবরের কোনো সময় হয় না।
এখন তো বলিউডে খুশির সময়। শাহিদের পর এবার বিপাশা-করণের ঘরে আসতে চলেছে নতুন অতিথি।
না না! বিপাশা কিংবা করণ কেউই বলেননি এ খবর। বিপাশার এক ট্যুইট থেকেই ছড়িয়েছে এ গুঞ্জন।
সম্প্রতি ছিল শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার ছেলে ভিয়ানের জন্মদিন। ভিয়ানের জন্মদিনে হাজির থাকতে পারেননি বিপাশা । তাই টুইট
করে ভিয়ানকে হ্যাপি বার্থ ডে উইশ করে অনেক ভালবাসা জানিয়েছেন বিপস।
বঙ্গললনার এই টুইটে রিটুইট করেন রাজ কুন্দ্রা। বিপাশাকে ধন্যবাদ জানিয়ে রাজ লেখেন, ভিয়ান জানতে চায় কখন বিপাশা অ্যান্টি তাঁকে নতুন বন্ধু দেবে।
এই টুইটের উত্তরে বিপাশা জানান, ‘বেশি দেরি করতে হবে না। আর ততদিন ভিয়ানের বন্ধু আমরা’।
গত ৩০শে এপ্রিল সাতপাকে বাঁধা পড়েন বিপাশা। সম্প্রতি হানিমুন করতে মালদ্বীপে গেছেন বিপাশা-করণ।
এই সংক্রান্ত আরো সংবাদ
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন
বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
বলিউড অভিনেতা অজয় দেবগন এবং কাজলের কন্যা নাইসা দেবগন সেইবিস্তারিত পড়ুন