শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মসূচি রোববার পর্যন্ত স্থগিত

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মসূচি স্ আগামীকাল রোববার পর্যন্ত স্থগিত করা হয়েছে। শিক্ষামন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেন শিক্ষক নেতারা। পে-স্কেলে বেতন বৈষম্য নিরসনসহ অন্যান্য দাবিতে শিক্ষকরা সরকারকে এক মাসের আলটিমেটাম দিয়েছিলেন। আলটিমেটামের শেষদিন শুক্রবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রাতে শিক্ষামন্ত্রীর হেয়ার রোডের সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে শিক্ষামন্ত্রী শিক্ষকদের দাবি-দাওয়া ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন।

এদিকে আগামীকাল দুপুরে শিক্ষকদের বেতন ও পদমর্যাদাগত সমস্যা নিয়ে সরকারের বেতনবৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রথম বৈঠক ডাকা হয়েছে। দুপুর ১টায় অর্থ মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, শিক্ষকদের দাবি নিয়ে শিক্ষামন্ত্রী শুক্রবার অর্থমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। পরে দুই মন্ত্রী এ নিয়ে এদিন সন্ধ্যায়ই অর্থমন্ত্রীর ৩ নম্বর হেয়ার রোডের বাসভবনে বৈঠক করেন। এ বৈঠকেই মন্ত্রিসভা কমিটির সভা আহ্বানের সিদ্ধান্ত হয়। এরপর রাতে শিক্ষামন্ত্রী শিক্ষক নেতাদের সঙ্গে বসেন। এতে শিক্ষামন্ত্রী দাবি-দাওয়ার বিষয়ে অগ্রগতি শিক্ষকদের অবহিত করেন।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘বেতন ও পদমর্যাদার বিষয়ে শিক্ষকদের যে দাবি, তার একটা সুষ্ঠু ও সম্মানজনক সমাধান হবে। এ লক্ষ্যে রোববার সরকারের বেতনবৈষম্য নিরসন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক ডাকা হয়েছে।’ তিনি বলেন, ‘শিক্ষকদের দাবি-দাওয়া সরকার আমলে নিয়েই এ কমিটি গঠন করেছিল। তাদের সমস্যা সমাধানের বিষয়ে সরকার কাজ শুরু করেছে। এজন্য ইতিবাচকভাবে কাজ চলছে। বৈঠক আহ্বানের বিষয়টি একটা দৃশ্যমান অগ্রগতি। আসলে এর বাইরেও আমরা কাজ করছি। শিক্ষকদের সঙ্গে আজকের (শুক্রবার) বৈঠকে সব ধরনের উদ্যোগ ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। তারাও বিষয়টি ইতিবাচক হিসেবে আখ্যায়িত করেছেন।’

বৈঠক সূত্র জানায়, শিক্ষামন্ত্রী আর কোনো কর্মসূচি না দেয়ার জন্য শিক্ষক নেতাদের অনুরোধ করেছেন। একইসঙ্গে ক্লাস, পরীক্ষা এবং ভর্তি কার্যক্রম স্বাভাবিক রাখতে পরামর্শ দিয়েছেন।
জবাবে শিক্ষক নেতারা রোববার ফেডারেশনের বৈঠকে সরকারের এসব উদ্যোগের কথা আলোচনা এবং ইতিবাচক মনোভাবের বিষয়ে মন্ত্রীকে আশ্বস্ত করেছেন।

বৈঠক শেষে শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা মনে করি, মন্ত্রিসভা কমিটির এ বৈঠক ডাকার মাধ্যমে শিক্ষকদের দাবি-দাওয়া বিবেচনার প্রক্রিয়া শুরু হবে। মনে হচ্ছে, সমস্যা সমাধানের পথেই যাচ্ছে।’ এক প্রশ্নের জবাবে মহাসচিব অধ্যাপক এএসএম মাকসুদ কামাল বলেন, ‘যদিও আমাদের আলটিমেটামের সময় শেষ। তারপরও মন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে রোববার ফেডারেশনের বৈঠক অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত কোনো ধরনের কর্মসূচি দিচ্ছি না। বৈঠকেই পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করব।’

এর আগে বৃহস্পতিবার এক বৈঠক থেকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নতুন করে কোনো কর্মসূচিতে না যেতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। এদিকে আলটিমেটাম শেষ হওয়ায় পরবর্তী করণীয় নির্ধারণে রোববার সকালে বৈঠক ডাকা হয়েছে বলে বৃহস্পতিবার রাতে জানিয়েছিলেন অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল।

৭ সেপ্টেম্বর মন্ত্রিসভায় অনুমোদিত অষ্টম পে-স্কেলে সরকার সিলেকশন গ্রেড ও টাইম স্কেল দেয়ার বিধান রাখেনি। বিশ্ববিদ্যালয় শিক্ষকরা বলছেন, এ কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সপ্তম পে-স্কেলে ১ নম্বর গ্রেডে বেতন পেলেও অষ্টম পে-স্কেলে তারা তা পাচ্ছেন না। শুধু তাই নয়, এ পে-স্কেলে তাদের গ্রেডের দিক থেকে মর্যাদাহানি করা হয়েছে। এ কারণে এ পে-স্কেলের প্রস্তাব করার পর থেকেই ( ১৪ মে) তারা আন্দোলন করছেন। সর্বশেষ ৬ অক্টোবর শিক্ষামন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হয় ফেডারেশনের। সেখানে অধ্যাপকদের মধ্য থেকে ২৫ ভাগকে ১ নম্বর গ্রেডে বহাল করাসহ ৫ দফা দাবি জানানো হয়। দেশে বর্তমানে ৩৮টি সরকারি বিশ্ববিদ্যালয় আছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ১৪ হাজার শিক্ষক আছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন

সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন

১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার

এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন

  • বিশ্ব অর্থনীতির তালিকায় জাপানকে ছাড়িয়ে গেল রাশিয়া
  • ডাক ও টেলিযোগাযোগ খাতে এডিপি বাস্তবায়ন শতভাগ
  • এডিবি ২৫ কোটি ডলার ঋণ দেবে সামাজিক নিরাপত্তায়  
  • ত্রিভুজ ক্ষমতাকাঠামোর অধীনে প্রণীত ত্রিশঙ্কু বাজেট
  • ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলাম মঙ্গলবার
  • নিজ ভূমি অধিকার সুনিশ্চিত করলে তা জীবনযাত্রার মানোন্নয়নে সহায়ক হয় : ভূমিমন্ত্রী
  • বছরের শেষের দিকে মূল্যস্ফীতি কমে আসবে: অর্থমন্ত্রী
  • এজেন্ট ব্যাংকিংয়ে ঋণ বিতরণ বেড়েছে ৪১ শতাংশ
  • ‘মুক্ত বিনিয়োগ নীতি গ্ৰহনে পাচারকৃত অর্থ ফেরানোর সুযোগ রয়েছে’
  • বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি খলীকুজ্জমান, সম্পাদক আইনুল
  • নীতি সহায়তা যুক্ত হচ্ছে রফতানিতে
  • দেশের রিজার্ভ কমে ১৮ বিলিয়ন ডলার