বিশ্বে ডিজিটাল ফাইন্যান্সিংয়ে বাংলাদেশ ব্যাংক এগিয়ে
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ডিজিটাল ফাইন্যান্সিংয়ে (আর্থিক অন্তর্ভুক্তি) বাংলাদেশ ব্যাংক বিশ্বের অনেক কেন্দ্রীয় ব্যাংকের ওপরে রয়েছে।
রোববার দুপুরে বাংলাদেশ ব্যাংকের মূল ভবনের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) উদ্বোধনকালে গভর্নর এ কথা বলেন।
ড. আতিউর রহমান বলেন, বাণিজ্যিক সকল ব্যাংকে কোর ব্যাংকিং সলিউশনে কাজ করতে হবে। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) কেন্দ্রীয় ব্যাংকের অটোমেশনকে আরো একধাপে এগিয়ে দিল। শিগগিরই বাংলাদেশ ব্যাংক রিয়াল টাইমস সেটেলমেন্টে (আরটিজিএস) যাচ্ছে।
তিনি বলেন, এখন আর গ্রাহক লাইনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা লাগবে না। স্বয়ংক্রিয়ভাবে টাকা গ্রাহকের অ্যাকাউন্টে চলে যাবে। গ্রাহক এটিএম কার্ড অথবা চেকের মাধ্যমে মুনাফা এবং মেয়াদান্তে সম্পূর্ণ টাকা তুলতে পারবে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনিন সুলতানা বলেন, এখন আরো সহজ হচ্ছে ব্যাংকের লেনদেন। গ্রাহকরা সঞ্চয়পত্রের টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) মাধ্যমে অতি সহজেই পাবেন। এসময় তিনি সকলকে ইএফটি ব্যবহারের আহ্বান জানান।
জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের মহাপরিচালক মাহমুদা আক্তার মিনা বলেন, ইএফটির মাধ্যমে গ্রাহকরে হিসেবে টাকা চলে যাবে এতে করে সময় অর্থ শ্রম সবই বাঁচবে। সঞ্চয়পত্র ৩ চ্যানেলে বিক্রি হয়। এগুলো হচ্ছে- ব্যাংকের মাধ্যমে, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মাধ্যমে ও ডাক ঘরের মাধ্যমে। এ বিষয়টিকে আরো শক্তিশালী করতে কাজ করছে সরকার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখার নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আহসান উল্লাহের সভাপতিত্বে আরো বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাশেম, আবু হেনা মো. রাজী হাসান।
এই সংক্রান্ত আরো সংবাদ

চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফের সংঘর্ষবিস্তারিত পড়ুন

রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেবিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ১২৩টি সংগঠন মোট ১,৬০৪ বারবিস্তারিত পড়ুন