বিয়ের অনুষ্ঠানে স্পেশাল গেস্ট ১৮০০০ বিধবা, ৫০০ জন পেলেন একটি করে গাভী
গুজরাটে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন ব্যবসায়ী জিতেন্দ্র প্যাটেল। সমাজে অবহেলিত যেসব বিধবা তিনি ছেলের বিয়েতে তাদের আমন্ত্রণ করছেন। দু’এক শ নয়, ১৮ হাজার বিধবা। গ্রাম এলাকার ওই সব বিধবাকে তিনি দাওয়াত করলেন যেন তারা তার ছেলে ও পুত্রবধুকে আশীর্বাদ করতে পারেন।
এখানেই শেষ নয় আমন্ত্রিত বিধবাদের মধ্যে সবচেয়ে দরিদ্র এমন ৫০০ জনকে একটি করে দুধেল গাভী দান করলেন। প্রতিজনকে দিলেন একটি করে কম্বল। পরামর্শ দিলেন বাড়ির পাশে ফাঁকা জায়গায় গাছ লাগিয়ে তার যতœ নিতে। তিনি বললেন, এসব বিধবাকে সমাজের বোঝা ভাবা হয়। সেই কুসংস্কারকে তিনি কাটিয়ে তাদেরকে সমাজে জায়গা করে দেয়ার জন্য এমন উদ্যোগ নিয়েছেন। উল্লেখ্য, জিতেন্দ্র প্যাটেল মেহসানাভিক্তিক ব্যবসায়ী। তিনি জিতুভাই নামে স্থানীয়ভাবে বেশি পরিচিত।
বুধবার ছিল তার ছোটছেলে রবির বিয়ে। এজন্য উত্তর গুজরাটের ৫টি জেলার ১৮০০০ বিধবাকে দাওয়াত করলেন তিনি। বাঁশকন্ঠ, মেহসানা, সাবারকণ্ঠ, পাটান ও আরাভালি জেলার বিধবারা আনন্দের সঙ্গে উপস্থিত হলেন স্পেশাল গেস্ট হিসেবে। হিমান্তনগর থেকে ১২ কিলোমিটার দূরে ডেরোলে আয়োজন করা হয় বিয়ের।
সেখানে বিধবাদের উপস্থিতি বেশ উপভোগ করলেন জিতেন্দ্র। তাদের মাঝে সামান্য হলেও আনন্দ আনতে পেরেছেন এ জন্য জিতেন্দ্র যেন প্রাণ ফিরে পেলেন। তিনি বললেন, আমার হৃদয় জুড়ে এমন আশা ছিল যে, বিধবারা আমার ছোট ছেলে ও তার স্ত্রীকে আশীর্বাদ করুন। এই বিধবারা সমাজে সবচেয়ে নিগৃহীত। বিয়ের অনুষ্ঠানে তাদের উপস্থিতি হয়তো কারো কারো কাছে খারাপ লাগতে পারে। কিন্তু আমি সেই কুসংস্কার ভাঙতে চাই। আমি বলতে চাই, এমন বিশ্বাসের কোন অর্থই নেই।
এটা স্রেফ কুসংস্কার। অনুষ্ঠানে উপস্থিত বিধবারে সবাইকে দিলেন একটি করে কম্বল উপহার। সঙ্গে প্রতিশ্রুতি নিলেন তাদের কাছ থেকে যাতে তারা বাড়ি গিয়ে চারপাশের ফাঁকা জায়গায় গাছ লাগিয়ে তার পরিচর্যা করেন। ৫০০ সবচেয়ে দরিদ্র বিধবাকে দিলেন একটি করে দুধেল গাভী, যাতে তারা আর্থিকভাবে কিছুটা সুবিধা পান। এমন একটি গাভী উপহার পেয়ে উপস্থিত ৫৫ বছর বয়সী হাসনা ঠাকুর বললেন, আমি এখন ভালভাবে জীবনযাপন করতে পারব। কারণ, আমার এখন একটি গাভী আছে। বিধবা হওয়ার পর জীবনে আমি কখনো এত সম্মান পাই নি।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন