ব্যাংক কর্মকর্তাকে নির্যাতন, সেই এসআই ক্লোজড

ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনের অভিযোগে মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদার ক্লোজড।
জানা গেছে, তল্লাশির নামে গোলাম রাব্বিকে ৫ ঘণ্টা আটকে রেখে নির্মম নির্যাতন করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এ ছাড়া দাবিকৃত ৫ লাখ টাকা না দিলে তাকে ক্রসফায়ারে হত্যার হুমকিও দেওয়া হয়। তবে এ অভিযোগের বিষয়ে রহস্যজনক আচরণ খোদ পুলিশেরই।
গোলাম রাব্বি জানান, শনিবার রাত ১১টার দিকে তাজমহল রোডের একটি বুথ থেকে টাকা তুলে বের হওয়া মাত্রই ৩-৪ জন যুবক তার গতিরোধ করে। এরপরই পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ ভ্যানে তুলে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ শিকদার।
টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে বেড়িবাঁধে নিয়ে ক্রসফায়ারে হত্যার হুমকিও দেওয়া হয়। এ প্রতিবেদকের সঙ্গে কথা বলার একপর্যায়ে কাঁদতে থাকেন রাব্বি।
কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে রাব্বি বলেন, প্রায় সারারাত পুলিশ আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছে। শেষ রাতের দিকে বেড়িবাঁধে নিয়ে আমাকে মেরে ফেলারও প্রস্তুতি নেয়। বাংলাদেশ ব্যাংকে যোগদানের আগে আমি একটি টেলিভিশন চ্যানেলে কাজ করতাম এ পরিচয় জানার পর তারা আমাকে মাদক নিয়ে ধরিয়ে দেওয়ার পরিকল্পনা করে।
ওই টিমের সদস্যরা একে অপরকে বলতে থাকে জেনেভা ক্যাম্পে আমার যোগাযোগ আছে এ বিষয়টি এস্টাবলিস করা সহজ হবে। পরে কীভাবে যে আমাকে ছেড়ে দেওয়া হলো, কল্পনাও করতে পারিনি। গতকাল সকালে এ বিষয়ে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেন রাব্বি।
এ সময় রাব্বিকে ৫ ঘণ্টা আটকের কথা স্বীকার করলেও নির্যাতনের কথা অস্বীকার করেন এসআই মাসুদ। ওই সময় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন মীর এসআই মাসুদের সমর্থনে কথা বলেন।
প্রসঙ্গত, মোহাম্মদপুর থানা পুলিশের বিরুদ্ধে ফুটপাথে চাঁদা নিয়ে দোকান বসানো, মাদক ব্যবসায়ীদের ইন্ধনসহ ভুক্তভোগী মানুষদের উল্টো হয়রানির অসংখ্য অভিযোগ রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন