ভ্যাটবিরোধী আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা
শিক্ষার্থীদের কাছ থেকে ভ্যাট আদায় করা হবে না- তিনটি বিশ্ববিদ্যালয়ের এমন ঘোষণার পরও আশ্বস্ত হতে পারেননি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। এ ছাড়া দুটি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলেও আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। রবিবারের কর্মসূচি শেষে এ ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
রাজধানীর রামপুরায় রবিবারের আন্দোলন কর্মসূচি শেষে বিকেলে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী কাকন ঘোষণা দেন, সোমবার সকাল ১০টা থেকে রামপুরা এলাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভ্যাট প্রত্যাহারের দাবিতে আবার সড়ক অবরোধ করবেন।
এদিকে রবিবার ধানমণ্ডি এলাকায় আন্দোলনকারীদের সিংহভাগই ছিলেন ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী। সোমবারও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারেক জানান, ধানমণ্ডি এলাকার বিভিন্ন সড়কে পূর্বঘোষিত কর্মসূচি পালন করা হবে।
তিনি বলেন, সকাল ১০টা থেকেই সড়ক অবরোধ করা হবে। এটি ভ্যাটবিরোধী আন্দোলকারী শিক্ষার্থীদের কেন্দ্রীয় সিদ্ধান্ত বলেও জানিয়েছেন তিনি।
এর আগে শুক্রবার শিক্ষার্থীরা টিউশন ফির ওপর আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে শনিবার থেকে সোমবার ছাত্র ধর্মঘট আহ্বান করেন।
শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে রবিবার ইনডিপেন্ডেন্ট ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
এ ছাড়া বাংলাদেশ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় রবিবার জানিয়েছে, তারা শিক্ষার্থীদের কাছ থেকে এ বছর ভ্যাট আদায় করবে না। এর মধ্যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আগামী তিন বছর কোনো ধরনের বেতন বাড়ানো হবে না বলেও জানিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন