বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মাএ ১হাজার টাকার জন্য খুন

রাজধানীর কদমতলীর পাটেরবাগ এলাকায় শিশু সোহেলী হত্যা ও তার মা-বোনসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে তাদেরই পরিচিত এক যুবকের নেতৃত্বে তিনজন। রাব্বি নামের ওই যুবক সোহেলীদের পাশের বাসায় ভাড়া ছিল। তাদের বাসায় প্রায়ই আসতেন রাব্বি। সোহেলীর মায়ের কাছ থেকে টাকাও নিতেন তিনি। ঘটনার দিন রাব্বি মাত্র ১ হাজার টাকা দাবি করেন। এই টাকা না পেয়েই দুই শিশুসহ মাকে কুপিয়ে জখম করেন। বাধাপ্রাপ্ত হয়ে হামলা চালায় এক প্রতিবেশীর ওপর। নিহত সোহেলীর স্বজনরা এমন দাবি করছেন।

পুলিশ কর্মকর্তারা বলছেন, মাত্র ১ হাজার টাকার জন্য এমন হামলার ঘটনা রহস্যজনক। রাব্বিকে গ্রেপ্তার করা গেলেই আসল রহস্য বেরিয়ে আসবে বলে জানান তদন্তকারীরা।

জানা গেছে, গত মঙ্গলবার কদমতলীর পাটেরবাগের আল মদিনা মসজিদের কাছে এক বাসার দোতলায় ইতালি প্রবাসী আব্দুল হান্নান সেলিমের ভাড়া বাসায় হামলা চালায় দুর্বৃত্তরা। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় সেলিমের বড় মেয়ে সোহেলী আক্তারকে (১২)। সে স্থানীয় এ.কে স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল। এ হামালায় গুরুতর জখম হন সোহেলীর মা শাহিদা মৃধা ডলি (৪০) ও ছোট বোন সাহারা (৭)। ডলিকে গ্রিনলাইফ হাসপাতাল ও সাহরাকে আগারগাঁওয়ের চক্ষু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদিকে দুর্বৃত্তদের আটকানোর চেষ্টা করলে প্রতিবেশী জালাল আহমেদকেও (৩৫) কুপিয়ে জখম করে তারা। তিনি চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। হত্যা ও হামলার ঘটনায় গত বৃহস্পতিবার সোহেলীর বাবা সেলিম বাদী হয়ে কদমতলী থানায় একটি মামলা করেছেন। এতে তিনি একজন পরিচতিসহ অজ্ঞাত দুজনকে আসামি করেন।

কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, ‘রাব্বি নামের ওই যুবক স্থানীয়। তার বাবার নাম পোকা। তার নামে এখানে পোকার বাজারও আছে। রাব্বির বাবা কয়েকটি বিয়ে করেছে। রাব্বি কয়েক মাস আগে সোহেলীদের বাসার পাশের বাসায় ভাড়া ছিলেন। এই সুবাদে পরিচয় ও যাতায়াত ছিল। মামলার এজাহারে বাদী বলছেন- ঘটনার দিন রাব্বি শাহিদা মৃধা ডলির কাছে ১ হাজার টাকা দাবি করে। ওই টাকা না পেয়েই হামলা চালায়।’

ওসি আরও বলেন, ‘মাত্র ১ হাজার টাকার জন্য এভাবে শিশুদের উপর্যুপুরি কোপানোর ঘটনা রহস্যজনক। হঠাৎ ঘটনা ঘটে থাকলে ওরা যে অস্ত্র দিয়ে কুপিয়েছে তা কোথায় পেল? ফলে এটি পরিকল্পিত। রাব্বি ও তার সহযোগীদের গ্রেপ্তার করা গেলেই এর রহস্য বের হবে।’

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, রাব্বি বখাটে ও মাদকাসক্ত বলে এলাকায় পরিচিত। সেলিম ইতালিতে থাকাকালীন তিনি তার বাসায় যেতেন। ডলির কাছ থেকে মাঝে-মধ্যে টাকাও নিতেন। গত ১৯ অক্টোবর সেলিম দেশে ফেরেন। এরপর রাব্বির বাসায় যাওয়ার ব্যাপারে বাধা দেন তিনি। গত মঙ্গলবার সকালে এ নিয়ে বাকবিতণ্ডাও হয়। ওই ঘটনার জের ধরে হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় সেলিম বাসার বাইরে ছিলেন। হামলার সময় রাব্বির সঙ্গে দুজন ছিলেন, যার মধ্যে ইমন নামে একজনের নাম জানা গেছে।

সোহেলীর চাচা আফসার উদ্দিন আহমেদ আরিফ বলেন, ‘হামলার পেছনে টাকা নেয়া, নাকি অন্য উদ্দেশ্য ছিল তা আমরা জানি না। আসামিরা ধরা পরলে তা জানা যাবে। তবে ওরা টাকা চেয়ে আসছিল বলে শুনেছি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা

আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা

রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন

ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন

  • ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
  • রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
  • জাহাঙ্গীরনগর রণক্ষেত্র, অর্ধশতাধিক আহত 
  • রাজধানীর শনির আখড়া ও ধনিয়ায় গুলিবিদ্ধ ৬
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • মিরপুরে অজ্ঞান পার্টির কবলে কিশোর, খোয়ালো অটোরিকশা
  • নয়াপল্টনে র‍্যাবের অভিযানে অবৈধ ভিওআইপি সরঞ্জামাদিসহ আটক ১
  • গার্ডরুমে সহকর্মীর গুলিতে পুলিশ সদস্য নিহত
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • রাজধানীর শিশু হাসপাতালে আগুন
  • বায়ু দূষণ: শীর্ষস্থানে বাংলাদেশ, দ্বিতীয় স্থানে পাকিস্তান
  • ক্ষমা চেয়ে নিচ্ছি, তাড়াহুড়োয় ভুল হয়ে গেছে: বাণিজ্য প্রতিমন্ত্রী