শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন : ফেসবুকে ভাইরাল, কিন্তু সম্পূর্ণ ভুয়া!

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ফেসবুক যেন ভুয়া খবরের উৎসে পরিণত হয়েছিল। বাজসুমো থেকে সংগৃহীত তথ্য নিয়ে এমনই কয়েকটি রাজনৈতিক ভুয়া খবরের তালিকা করেছেন বিশেষজ্ঞরা। এসব খবর কোথা থেকে ছড়িয়েছে তাও বের করা হয়েছে।

১১. এক খবরে বলা হয়, আমেরিকান রাজনীতিবিদ সারাহ পলিন তার মেয়ে ব্রিস্টল পলিনের সঙ্গে মুসলমানদের দেখা করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছেন। ফেসবুক খবরটি পড়েন ৯০ হাজার ৩০০ জন। এটি প্রকাশ করে nationalreport.net। এর মাধ্যমে বলা হয়, রিপাবলিকান সারাহ সমর্থন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে। এক ঘোষণায় ট্রাম্প বলেছিলেন, আমেরিকায় মুসলমানদের প্রবেশ বন্ধ করে দেবেন।

১০. এক খবরে বলা হয়, ক্লিনটন ফাউন্ডেশন খিজির খানের আইনি প্রতিষ্ঠানে ৩ লাখ ৭৫ হাজার ডলার প্রদান করেছে। ফেসবুকে খবরটি পড়েন ২ লাখ ৬৮ হাজার ৬০০ জন। এ খবর প্রকাশ করা হয় govt.slaves.info সাইটে। এটি ভুয়া খবর। ওয়েরস ফার্গোর একটি ব্যাংকের চিঠির সূত্র ধরে খবরটি করা হয়। সেখান আসলে বলা হয়, ক্লিনটন ফাউন্ডেশন তার অ্যাকাউন্টে ৩ লাখ ৭৫ হাজার ডলার জমা করেছে। এ বিষয়ে নোটিফিকেশন যায় খিজির খান ল ফার্মে।

৯. আরেক খবরে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প বিখ্যাত ড্রাগ কুইন রুপলকে চিনতে পারেননি। ১৯৯৫ সালে তাকে অন্য কেউ ভেবে এক পার্টিতে হয়রানির চেষ্টা করেছিলেন। ফেসবুকে এ খবর পড়েছেন ৩ লাখ ১ হাজার মানুষ। এটি প্রকাশ করে worldnewsdailyreport.com। হলিউড ইনকুইরার নামের এক অনুষ্ঠানে রুপল এক পার্টিতে কি ঘটেছিল সেই গল্প শোনান। কিন্তু সেখানে ট্রাম্পের কথা বলেননি তিনি।

৮. ভুয়া খবরটি হলো, মাইক স্পেন্সার মিশেল ওবামাকে সবচেয়ে অভদ্র ফার্স্ট লেডি বলেছেন। ফেসবুকে এটি পড়েন ৩ লাখ ৫২ হাজার ৬০০ জন। এটি প্রকাশ করে usanewsflash.com। ইন্ডিয়ানা গভর্নর স্পেন্স এমন কথা কখনোই বলেননি।

৭. এক খবরে বলা হয়, ট্রাম্প পপুলার ভোটেও জয়ী হয়েছেন। ফেসবুকে এ খবর পড়েছেন ৪ লাখ ৮১ হাজার মানুষ। প্রকাশ করে 70news.wordpress.com। আসল খবর হলো, পপুলার ভোটে জয়ী হয়েছেন হিলারি ক্লিনটন।

৬. আরেকটি ভুয়া খবর হলো, ট্রাম্পকে প্রেসিডেন্ট প্রার্থীর লড়াইয়ে নামার পরামর্শ দিয়েছিলেন হিলারি। ফেসবুকে খবরটি পড়েছেন ৫ লাখ ৭ হাজার ২০০ জন। প্রকাশ করেছে conservativestate.com। খবর ও কৌতুক করে এমন একটি সাইটে প্রথমে এই ভুয়া খবরটি প্রকাশ পায়। ২০১৩ সালে হিলারি গোল্ডম্যান সাচেস এ এক বক্তব্য রেখেছিলেন। ওটাকে কেন্দ্র করে ভুয়া খবর প্রচার করা হয়।

৫. হিলারি ক্লিনটন আইএস এর কাছে অস্ত্র বিক্রি করেছেন এবং তা প্রকাশ করেছে উইকিলিকস, এমন আরেকটি ভুয়া খবর ফেসবুকে পড়েন ৭ লাখ ৮৯ হাজার ৫০০ জন মানুষ। এটি প্রকাশ করে thepoliticalinsider.com। হিলারির ফাঁসকৃত ই-মেইলের উল্লেখ করে কয়েকজন ফেসবুক ব্যবহারকারী এমন তথ্য ছড়াতে থাকেন। আসলে ঘটনাটি মোটেও তেমন নয়। ই-মেইলগুলো হিলারির ক্যাম্পেইন ম্যানেজার জন পোডেস্টার সঙ্গে প্রেসিডেন্ট প্রার্থীর ই-মেইলের চালাচালি ছাড়া আর কিছুই নয়।

৪. এমন আরেকটি বানোয়াট খবর হলো, ট্রাম্প আমেরিকা থেকে যাদের বিতাড়িত করবেন, সেই শরণার্থীদের অফিসিয়ালি গ্রহণ করবে আয়ারল্যান্ড। খবরটি ফেসবুকে পড়েছেন ৮ লাখ ১৭ হাজার মানুষ। প্রকাশ করেছে winningdemocrats.com। রংয়ের ওপর রং ছড়িয়ে খবরটি বানানো হয়েছে। ঘটনাটি কেবল আয়ারল্যান্ডের ছোট একটি দ্বীপ ইনিশটার্ককে কেন্দ্র করে। সেখানে বলা হয়, ট্রাম্পের সময় আমেরিকা থেকে কানাডায় পলিটিক্যাল অ্যাজাইলাম চাওয়া যাবে। আর সেখানে কানাডার সঙ্গে যোগ দিয়েছে ইনিশটার্ক। ইনিশটার্ক এ কথা কোথাও বলেনি।

৩. ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসাবে সমর্থন দিয়েছে পোপ ফ্রান্সিস, এটা আরেকটা ভুয়া খবর। এটি ফেসবুকে পড়েছেন ৯ লাখ ৬১ হাজার ৩০০ জন। প্রকাশ করেছে endingthefed.com। আসলে এ ঘটনার কোনো সত্যতা মেলেনি। আসলে আমেরিকার মুসলমানদের বিষয়ে ট্রাম্পের নীতিতে বেশ দুশ্চিন্তায় আছেন পোপ, এটাই সত্য খবর।

২. আমেরিকায় সিরিয়ান শরণার্থীদের আনার জন্য সরকারি কর্মকর্তাদের কাছ থেকে ২.৬ বিলিয়ন ডলার জোগাড় করেছেন ওবামা, এমন এক ভুয়া খবর ফেসবুকে পড়েছেন ১.৭ মিলিয়ন মানুষ। এটি প্রকাশ করে endingthefed.com। এ খবরের কোনো ভিত্তি নেই। ২০১৫ সালের জুনে ডিপার্টমেন্ট অব ভেটেরান্স অ্যাফেরার্সে অনাকাঙ্ক্ষিত ২.৬ বিলিয়ন ডলারের বাজেট ঘাটতি ধরা পড়ে। একে কেন্দ্র করেই খবরটি ছড়ায়।

১. যে ভুয়া খবরটি সবচেয়ে বেশি মানুষ পড়েছেন তা হলো, ওবামা আমেরিকার সব স্কুলে শপথবাক্য পাঠ করানোর নিয়ম নিষিদ্ধ করে এক্সিকিউটিভ নির্দেশনা জারি করেছেন। ফেসবুকে খবরটি পড়েছেন ২.২ মিলিয়ন মানুষ। এটি প্রচার করে abcnews.com.co। এটা কেবল মিথ্যা খবরই নয়, এটা পুরনো বানোয়াট খবরকে ফিরিয়ে আনার ঘটনা।
সূত্র : বিজনেস ইনসাইডার

এই সংক্রান্ত আরো সংবাদ

আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু

মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন

স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ

নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন

  • অবশেষে বাংলাদেশে ১৯ অক্টোবর থেকে পে-প্যাল সেবা
  • রবি গ্রাহকদের জন্য সুখবর ! ছাড় পাবেন উবারে !
  • মেধাসত্ত্ব সংরক্ষণের দাবি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে
  • লক খুলবে মুখ দেখেই আইফোন ৮
  • ফেসবুক এবং গুগলের যুগে ডিজিটাল বিজ্ঞাপন প্ল্যাটফর্ম পরিকল্পনা করলে ভুল-ই হবে
  • এবার থেকে হোয়াটসঅ্যাপেও টাকা লেনদেন! জেনে নিন কীভাবে
  • ফেসবুক হ্যাক হয় যেভাবে
  • ধর্ষণ থেকে আত্মহত্যা! সবই পাওয়া যাচ্ছে গেমে
  • এলিয়েন তাড়ালেই নাসাতে মিলবে কোটি টাকার চাকরি
  • রাত্রে বিছানায় মোবাইল নিয়ে ঘুমনো অভ্যেস? জানেন না, কতবড় ভুল করছেন
  • দিনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন ১০০ কোটি মানুষ
  • ফেসবুকে দামি গাড়ি, গয়নার ছবি পোস্ট করেছেন? সর্বনাশ!