মায়ের মৃত্যুর ৩ মাস পর সন্তানের জন্ম!
মায়ের মৃত্যুর ৩ মাস পর সন্তানের জন্ম! বিষয়টি বিশ্বাসযোগ্য মনে না হলেও ঘটনা কিন্তু সত্যি। এমন অস্বাভাবিক ঘটনা ঘটেছে ইতালির মিলানে। তবে কি করে সম্ভব?
সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, ইতালির মিলানে এমন ঘটনায় হতবাক সবাই। অবশ্য সন্তান জন্মদানকারী এই মা ৩ মাস ক্লিনিক্যালি ডেড ছিলেন। তাকে লাইফ সাপোর্টে বাঁচিয়ে রাখা হয়েছিল। ব্রেন হ্যামারেজ নিয়ে ৩ মাস আগে হাসপাতালে ভর্তি হন তিনি। সে সময় তিনি ছিলেন ছয় মাসের গর্ভবতী।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মস্তিষ্কের মৃত্যু হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে শরীরের অন্য অঙ্গ-প্রত্যঙ্গ ভালো থাকায় তাকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়।
এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
সম্প্রতি অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় শিশুটির। চিকিৎসকরা বলেছেন, এ ঘটনা সত্যিই আনন্দের। তবে ওই নারীর পরিবারের জন্য আমরা শোকাহত।
উল্লেখ্য, ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ঠিক এ ধরনের একটি ঘটনা ঘটেছিল। সেসময় ডাকাতদের গুলিতে এক মহিলা নিহত হন। ওই মহিলা তখন ১৭ সপ্তাহের গর্ভবতী ছিলেন। মা মারা গেলেও চিকিৎসকদের চেষ্টায় বেঁচে শিশুটি।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন