‘মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা এভাবেই বিএনপি ছাড়বে’
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা এভাবেই একে একে বিএনপি ছাড়বে বলে আশাবাদ প্রকাশ করেছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দলের বিবেকবান নেতারা শমসের মবিন চৌধুরীর মতো পদত্যাগ করে দল থেকে বেরিয়ে আসবে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঢাকা সিটি করপোরেশনের মেয়র এবং কাউন্সিলরদের সঙ্গে অনুষ্ঠিত যৌথসভায় একথা বলেন তিনি।
উল্লেখ্য, বিএনপি থেকে পদত্যাগ করেছেন দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বরাবর এ পদত্যাগপত্র জমা দেন তিনি।
আগামী ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা সফলের লক্ষ্যে এ যৌথসভার আয়োজন করে আওয়ামী লীগ।
হানিফ বলেন, ‘বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি অনাস্থা জ্ঞাপন করে দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী দল থেকে পদত্যাগ করেছেন। আমার বিশ্বাস, বিএনপির মধ্যে এখনো যারা বিবেকবান মানুষ আছেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, তারা প্রত্যেকেই এই দলের সন্ত্রাসী নেতৃত্ব থেকে বেরিয়ে আসবেন।’
তিনি বলেন, ‘আশা করি, বিএনপি থেকে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বকে বাদ দিয়ে নতুন করে দল ঢেলে সাজিয়ে মানুষের আস্থা অর্জন করবেন অন্যান্য নেতারা।’
তিনি আরো বলেন, ‘যারা মানুষের রাজনীতি করে, তারা মানুষের কল্যাণে রাজনীতি করে। কিন্তু মানুষকে পুড়িয়ে, হত্যা করে তাদের জন্য রাজনীতি করা যায় না। কোনো বিবেকবান রাজনীতিবিদও এটা মেনে নিতে পারেন না। কিন্তু এই কাজটাই বেগম খালেদা জিয়া করেছেন তার পুত্র তারেক রহমানের নির্দেশে। তাদের এই কর্মকাণ্ড কিন্তু বিএনপির অনেক নেতাও পছন্দ করেন না।’
হানিফ বলেন, ‘বিএনপির এমন কর্মকাণ্ডে দলের অনেক নেতা অস্বস্তি প্রকাশ করছেন। অনেকেই বলছেন, এই নেতৃত্ব দিয়ে আর চলবে না। আমরাও বারবার বলেছি। বিশেষ করে বিএনপির তৃণমূল নেতৃত্বও ভাবছে এই দুই নেতৃত্বকে বাদ দিয়ে বিএনপিকে ঢেলে সাজাতে হবে।’
মাহবুব উল আলম হানিফরের সভাপতিত্বে অনিুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, আব্দুস সাত্তার, ড. আব্দুস সোবহান গোলাপ, ফজিলাতুন নেছা ইন্দিরা, দক্ষিণের মেয়র সাঈদ খোকন, উত্তরের মেয়র আনিসুল হকসহ কাউন্সিলররা।
এই সংক্রান্ত আরো সংবাদ
হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
দেশের মানুষের মনোবাসনা বুঝে স্বচ্ছ রাজনীতির আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ীবিস্তারিত পড়ুন
বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
বগুড়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৫৭ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে বগুড়া সদর থানায় গাবতলীর নিহত বিএনপি নেতা জিল্লুর রহমানের স্ত্রী খাদিজা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের একদফা আন্দোলনে গিয়ে সংঘর্ষের সময় শহরের ঝাউতলা এলাকায় নিহত হনবিস্তারিত পড়ুন
১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
১৭ বছর পর খুলে দেওয়া হলো বিএনপির ভাইস চেয়ারম্যান ওবিস্তারিত পড়ুন