মুন্নির পড়াশোনার দায়িত্ব নেবে ভাইজান!
হতে পারে বয়সে ছোট হর্ষালি। কিন্তু স্বপ্ন তার অনেক বড়। আর হর্ষালি তার এই স্বপ্ন গুলি পূরণের ভার দিয়েছিল ভাইজানকে।
আবদার ছিল “আপ মুঝে আপকি তারাহ সুপারস্টার বানায়েঙ্গে”? হ্যাঁ! ইচ্ছে পূরণ হয়েছে তার। হর্ষালি এখন স্টার। তবে হর্ষালির স্টার হওয়ার স্বপ্ন পূরণের সঙ্গে তাঁর পড়াশোনার যাবতীয় দায়িত্ব নিতে চান সলমন।
বলিপাড়ার গুঞ্জন, হর্ষালির পড়াশোনার জন্য সাল্লু ইতিমধ্যে ১ কোটি ৫ লাখ টাকা দিয়েছে তাঁর পরিবারকে। যদিও হর্ষালি মা কাজল গুজব বলে পুরো ব্যাপারটা উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, “ সলমনের তরফ থেকে আমি এখনও এমন কোনও খবর পায়নি”।
‘বজরঙ্গি ভাইজান’ ছবির মুন্নি বা শাহিদার জন্য কয়েক হাজার বাচ্চার অডিশন নিয়েছিলেন পরিচালক কবীর খান। তাদের মধ্যে বেছে নেন হর্ষালিকে। এর আগে ছোট কিছু বিজ্ঞাপন ও সিরিয়ালে টুকিটাকি কাজ করেছিল সে বাজিমাত করেছে এ ছবিতে। এখানে একটি বোবা মেয়ের চরিত্রে অভিনয় করেছে সে।
এদিকে পরিচালক কবির খান ও অভিনেতা সলমান খান ঠিক করেছেন তাঁরা ‘‘বজরঙ্গি ভাইজান”-এর লাভের একাংশ দান করবেন কৃষকদের।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন