মুস্তাফিজকে সাতক্ষীরা জেলা প্রশাসনের সম্মাননা
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে বাংলাদেশের জন্য গর্ব বয়ে এনেছেন মুস্তাফিজুর রহমান। এমন সাফল্যের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই বিশ্বখ্যাত তরুণ পেসারকে সম্মাননা প্রদান করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২ জুন) ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজকে এই সম্মাননা দেওয়া হয়েছে। পাশাপাশি, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাকে এক লক্ষ টাকার সম্মাননা স্মারক চেক প্রদান করা হয়েছে।
বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবুল কাশেম মো. মহিউদ্দিনের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি প্রতিনিধিদল কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে মুস্তাফিজের বাড়িতে উপস্থিত হয়ে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন মুস্তাফিজুর রহমানকে সাতক্ষীরা তথা দেশের গর্ব উল্লেখ করে তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরুন কুমার মন্ডল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাইনুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দিন, মুস্তাফিজুর রহমানের কোচ তপু ও আলতাফ এবং জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক পত্নীসহ মুস্তাফিজের স্বজনরা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন