শনিবার, জুলাই ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

মেসি জাতীয় দলের শিরোপা জিততে পারেনা কেনো?

লিওনেল মেসি বার্সার হয়ে পুরো বিশ্বকে মুগ্ধ করে রাখেন তাঁর দারুণ সব পারফরম্যান্সে। অথচ মেসি যখন আর্জেন্টিনার হয়ে খেলেন তখনই শুরু হয় নানা ফিসফাস। বার্সার মেসি আর আর্জেন্টিনার মেসিতে নাকি বিশাল ফারাক। যদিও আর্জেন্টিনার হয়ে দুইটি কোপার ফাইনালে গিয়েছেন একবার আর্জেন্টিনাকে নিয়ে গেছেন বিশ্বকাপের ফাইনালে। অনেক অনেক ফুটবল মহীরথীরা জাতীয় দলের হয়ে এটুকু করেই গ্রেট তকমা পেয়েছেন কিন্তু মেসি মন ভরাতে পারছেন না। তাঁর কারণ অবশ্য ফুটবল ক্যারিয়ারের শেষটা এখনো অনেক দূরে থাকলেও এরই মধ্যে সর্বকালের সেরাদের সাথে তাঁকে তুলনা করা হয়। কিন্তু ছোট্ট ওই তালিকায় থাকতে হলে দেশের হয়ে কিছু জিতে দেখাতে হবে আর সেখানেই ব্যর্থ মেসি। কারণ হিসেবে অনেকেই মনে করেন বার্সার হয়ে যেই মেসি খেলেন আর্জেন্টিনার হয়ে সেই মেসিকে পাওয়া যায় না। কিন্তু একটা মানুষ দুই দলে কিভাবে এত আলাদা হয়ে যায়, তাঁর পেছনে কি কারণ থাকতে পারে সেই ব্যাপারগুলোই এখানে বিশ্লেষণের চেষ্টা করা হয়েছে।

অনেকের মতে বার্সার প্রতি মেসির যেই আনুগত্য সেই আনুগত্য আর্জেন্টিনার জন্য নেই। এটা কোন কারণ হতে পারে না। মেসি অনেকবারই প্রমাণ করেছে তাঁর প্রতি এই অভিযোগ একেবারেই সত্য নয়। আর্জেন্টিনার হয়ে বার্সার প্রস্ফুটিত মেসিকে না পাওয়ার কারণ যে আনুগত্য নয় সেটা ছোট্ট একটা উদাহরণেই বোঝা যায়। আর্জেন্টিনার হয়ে খেলার আগেই মেসি প্রস্তাব পেয়েছিলেন স্পেনের হয়ে খেলার জন্য। কিন্তু বিনীতভাবে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। কারণ খেলতে চেয়েছিলেন আর্জেন্টিনার হয়ে। বার্সেলোনার লা মেসিয়াতে বেড়ে ওঠা মেসি নিশ্চয় স্পেনে সোনালি প্রজন্ম সম্পর্কে ভালই অবগত ছিলেন সে সময় কিন্তু তারপর ও আর্জেন্টিনার হয়ে খেলার এই বাসনাই তাঁর আনুগত্যের অভাবের অভিযোগ দূর করে দেয়।

আর্জেন্টিনার হয়ে মেসির তুলনামূলক কম সাফল্যের আরেকটি কারণ হিসেবে অনেকে বার্সা থেকে আর্জেন্টিনায় মেসি কম সাহায্য পেয়ে থাকেন বলে মনে করেন। কিন্তু এই মৌসুমে বার্সার হয়ে জাভির কম উপস্থিতি আর ইনিয়েস্তার সোনালি ফর্ম ছাড়াও নেইমার, সুয়ারেজ, রাকিটিচদের সাথে যুগলবন্দীতে দূর্দান্ত মেসিকেই দেখা গেছে। আর্জেন্টিনাতেও মধ্যমাঠে এবং আক্রমণভাগে তাঁকে সাহায্য করার জন্য ডি মারিয়া, লাভেজ্জি, পাস্তোরে, হিগুয়েন, আগুয়েরো, তেভেজ নামটা যথেষ্টই হওয়ার কথা ছিল। উল্লেখিত নামগুলোর সবাই তাদের সেরা ফর্মেও আছে সেটার প্রমাণ গেল মৌসুমে ক্লাবের হয়ে তাদের পারফরম্যান্স। ফুটবলের উপর তাদের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার ও কারো কথা নয়। কিন্তু তারপর ও সেরা ফর্মের মেসি আর্জেন্টিনার হয়ে কেন পারছেন না শিরোপা জিততে? কেন বারবার শিরোপার এত কাছে যেয়েও ফিরে আসতে হচ্ছে মেসিকে? বড় ম্যাচের চাপ মেসি নিতে পারেন না এমনটাও তো না। তবে কি আর্জেন্টিনার ই অন্য কোথাও গলদ রয়ে গেছে? জানতে চোখ রাখুন লেখার

এই সংক্রান্ত আরো সংবাদ

মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম আকরাম

টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত বোলার মুস্তাফিজুর রহমান। কাটার, স্লোয়ারে প্রতিপক্ষের ব্যাটারদেরবিস্তারিত পড়ুন

দিয়াগো কস্তার বীরত্বে কোয়ার্টার ফাইনালে উঠল পর্তুগাল

অতিরিক্ত সময়ে পেনাল্টি পেয়েও ব্যর্থ হন দলের সেরা তারকা ক্রিস্তিয়ানোবিস্তারিত পড়ুন

শান্তর অধিনায়কত্ব নিয়ে বিসিবি যা ভাবছে

চলতি বছরের ফেব্রুয়ারিতে সব ফরম্যাটের জন্য বাংলাদেশ দলের নেতৃত্ব পানবিস্তারিত পড়ুন

  • চিলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
  • প্রথমবার বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিতে আফগানিস্তান
  • সেমিফাইনাল নিশ্চিতের মিশনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড
  • আবারও বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
  • বৃষ্টির পর অস্ট্রেলিয়া শিবিরে রিশাদের জোড়া আঘাত
  • টি-টোয়েন্টি বিশ্বকাপে ছক্কা হাঁকানোর তালিকায় সেরা দশে হৃদয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটএ বাংলাদেশের ম্যাচ
  • আফগানিস্তানকে বিশাল ব্যবধানে হারালো ওয়েষ্ট ইন্ডিজ
  • নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ
  • অস্ট্রেলিয়ার জয়ে ইংল্যান্ড সুপার এইটে
  • বিশ্বকাপে একমাত্র ক্রিকেটার হিসেবে যে রেকর্ড গড়লেন সাকিব