শুক্রবার, জানুয়ারি ৩, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ম্যাচ সেরা প্যাটেল হলেও ম্যাচ বল মুমিনুলের

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে টানা দ্বিতীয় জয় পেয়েছে রাজশাহী কিংস। এদিন সামিত প্যাটলের ঝড়ো ইনিংসেই এ জয় পায় তারা। ম্যান অব দ্যা ম্যাচও নির্বাচিত হন তিনি। তবে ওপেনিংয়ে নেমে মুমিনুল হকের অনবদ্য ব্যাটিংয়েই জয়ের ভিত পেয়েছেন বলে মনে করেন দলের অধিনায়ক ড্যারেন স্যামি। আর তাই ম্যাচ শেষে জয়ের পুরস্কার পেয়েছেন মুমিনুলই।

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্যামি বলেন, ‘প্রতিটা জয়ের পর আমরা সেরা পারফরমারকে ম্যাচের বলটা উপহার দিই। সামিত প্যাটেলও খুব ভালো খেলেছে; কিন্তু আজকে বল পেয়েছে মুমিনুল। আমি মনে করি, ফিল্ডিং করার সময় দুটি ক্যাচ ছাড়া মুমিনুল ব্যাটিংয়ে নিজের দৃঢ়তা দেখিয়েছে। সে ছোটোখাটো গড়নের কিন্তু দারুণভাবে মাথা উঁচু করে খেলেছে এবং আমাদের জেতার মতো জায়গায় নিয়ে গেছে। আমরা সেখান থেকেই জিতেছি।’

মুমিনুলকে ম্যাচের বল পুরস্কার দিলেও এদিন ম্যাচ সেরা হয়েছেন সামিত প্যাটেলই। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩৯ বলে ৫টি চার ও ৬টি ছক্কায় ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তার এই ইনিংসেই জয় পায় রাজশাহী। প্যাটেলের সঙ্গে আগে খেলার অভিজ্ঞতা থেকেই তাকে উপরে উঠিয়ে ব্যাটিংয়ে আনেন স্যামি। তার প্রতিদান দারুণভাবেই দেন এ ইংলিশ তারকা।

‘আমি প্যাটেলকে চার নম্বরে উঠিয়ে এনেছি। আমি ওর সঙ্গে ইংল্যান্ডে খেলেছি। সে প্রান্ত বদল করে খেলতে পারে। ক্রিকেটের সব শট খেলতে পারে। যেদিন ছন্দে থাকে, সেদিন সহজেই বলকে সীমানা পার করতে পারে। আজকে তার ইনিংসটি আমাদের জন্য ছিল অসাধারণ।’

এদিন শেষ ওভারের জুজু কাটিয়ে অবশেষে ব্যর্থতার বৃত্ত থেকে বের হয় রাজশাহী কিংস। এর আগে ছয় ম্যাচের চারটিতেই সামান্য ব্যবধানে হেরেছে তারা। সোমবারও শেষ ওভারে রোমাঞ্চ শেষে জয় পেয়েছে দলটি। এ জয়ের প্রেরণা দিয়ে আগামী ম্যাচগুলোতে জয় পাবেন বলে আশা করছেন স্যামি।
‘এই জয়টা অনেক স্বস্তির। এইরকম পরিস্থিতি থেকে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাচ হেরেছি। আমি যখন আউট হলাম, তখন ভেবেছিলাম এবার আমিই বোধহয় তালগোল পাকালাম। সেখান থেকে জিততে পেরে ভালো লাগছে। সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের এই প্রেরণাটিরই দরকার ছিল।’

উল্লেখ্য, ঢাকার বিপক্ষে জয়ের পর বিপিএলে নকআউট পর্বে খেলার আশা জাগিয়ে রাখলো রাজশাহী। আগামী শুক্রবার ঢাকায় দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচেই রংপুর রাইডার্সের মুখোমুখি হবে তারা।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি