যুদ্ধাপরাধীদের বর্জন না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে খালেদা বিরুদ্ধে : হাসানুল হক ইনু
“জঙ্গিবাদী ও আগুন সন্ত্রাসীদের বিচার এবং যুদ্ধাপরাধীদের বর্জনে রাজি না হওয়া পর্যন্ত খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে হবে।” বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি আজ শুক্রবার বিকেলে রাজধানীর পাবলিক লাইব্রেরির সেমিনার হলে ‘মুক্তিযুদ্ধের রেণু’ নামে মুক্তিযুদ্ধবিষয়ক প্রামাণ্য চলচ্চিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মুক্তিযোদ্ধা মফিজুর রহমানকে নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রামাণ্য চলচ্চিত্রটি পরিচালনা করেন, এনায়েত করিম বাবুল ও সৈলিম আফসারী।
তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া একজন চক্রান্তকারী ও ষড়যন্ত্রকারী। গণতান্ত্রিক ইতিহাসের কীট ও আবর্জনাকে তিনি ধারণ করে আছেন বলেই আমাদের চলার পথ এমন কণ্টকাকীর্ণ। বেগম জিয়া ক্ষমতা লাভের আশায় একাত্তরের হায়েনা, রাজাকার-যুদ্ধাপরাধী ও সাম্প্রদায়িক শক্তি জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে যে জঙ্গিবাদী, আগুন সন্ত্রাস চালিয়েছে। তার বিচারের দাবিতে সকলকে সোচ্চার হতে হবে।
তিনি বলেন, খালেদা জিয়াসহ আগুন সন্ত্রাসী, জঙ্গিবাদী, সাম্প্রদায়িক শক্তি ও যুদ্ধাপরাধীরা দেশ, গণতন্ত্র ও মানবতার জন্য হুমকি স্বরূপ। তাই মানুষ পুড়িয়ে মারার অপরাধে অপরাধী খালেদা জিয়াকে ইতিহাসের রাস্তা থেকে আবর্জনার কীটের মতো আস্তাকুঁড়ে ফেলে দিতে হবে। এই কাজ করতে না পারলে আমাদের সকলকেই চরম মূল্য দিতে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
মন্ত্রী বলেন, খালেদা জিয়া এবং জঙ্গিবাদীরা দেশটা দখল করতে চায়। তাই দেশকে নিরাপদ করতে, দেশের চেতনাকে নিরাপদ করতে মুক্তিযুদ্ধের পক্ষের যত শক্তি আছে, যত নেতা-নেত্রী আছেন প্রত্যেককে যার যার অবস্থানে থেকে খালেদা জিয়ার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন