যে কারনে স্বামী নিজেই দিলেন স্ত্রীর বিয়ে!
গল্প নয়, কিংবা কোনো চলচ্চিত্রের চিত্রনাট্যও নয়। বাস্তব ঘটনা। নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীকে বিয়ে দিলেন তাঁর প্রেমিকের সঙ্গে। ভারতের উত্তরপ্রদেশের ফৈজাবাদের বিকাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। স্ত্রীর সত্যভাষণে মুগ্ধ হয়ে এ ‘পুরস্কার’ দিয়েছেন বলে জানিয়েছেন ফুলচাঁদ নামের ওই ব্যক্তি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, ২০১২ সালে পারিবারিকভাবে বিয়ে হয় ফৈজাবাদের বিকাপুর গ্রামের ফুলচাঁদ ও চন্দার। বিয়ের পরপরই টাকা রোজগারের জন্য, সংসারে সচ্ছলতা আনার জন্য সদ্য বিবাহিত স্ত্রীকে রেখে গ্রাম ছেড়ে জলন্ধরে চলে যেতে হয়েছিল ফুঁলচাদকে। দেখা করার জন্য সব সময় গ্রামে আসার সুযোগ না পেলেও নিয়মিতই স্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা হতো তাঁর। কিন্তু কখনো বুঝতে পারেননি স্ত্রী অন্য কাউকে ভালোবাসেন।
গত ৪ আগস্ট ফুলচাঁদ যখন বাড়ি ফেরেন, তখন স্ত্রী চন্দা বিয়ের সময় ফুলচাঁদের দেওয়া স্বর্ণের গয়না, শাড়ি তাঁকে ফিরিয়ে দেন। সেই সঙ্গে নিজের মুখেই স্বীকার করেন সুরজ নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর সম্পর্কের কথা।
চন্দা জানান, বিয়ের আগে থেকেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে বাড়ির চাপে তিনি বিয়ে করতে বাধ্য হয়েছেন। ফুলচাঁদ বলেন, ঘটনা শুনে প্রথমে খুব রেগে যান, ভীষণ দুঃখও পান। তবে সব সামলে নিয়ে সিদ্ধান্ত নেন স্ত্রীকে বিয়ে দেবেন প্রেমিকের সঙ্গে। সেইমতো বাবা-মায়ের সঙ্গে কথা বলে পঞ্চায়েতের সঙ্গে রীতিমতো লড়াই করে সবাইকে রাজি করিয়ে সুরজ ও চন্দার বিয়ে দিয়েছেন ফুলচাঁদ।
বিয়ে দেওয়ার পর ফুলচাঁদের প্রতিক্রিয়া, ‘আমি খুশি, কারণ চন্দা আমার কাছে সবটাই সত্যি কথা বলেছে এবং আমার ওপর বিশ্বাস রেখেছে।’ শুধু তাই নয়, ফুলচাঁদ ও তাঁর পরিবার বাড়ির প্রাক্তন বউয়ের শান্তি ও সুখী জীবন কামনায় দুপুরের খাবার ও ‘বিদায়’-এর আয়োজনও করে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী আন্দোলনেবিস্তারিত পড়ুন
কমলা হ্যারিসের ভোটের প্রচারণায় বাজবে এ আর রহমানের গান
আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসেরবিস্তারিত পড়ুন
উপদেষ্টা আদিলুর: পূজায় বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না
দুর্গাপূজায় বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেবিস্তারিত পড়ুন