যৌথ প্রযোজনার নামে প্রতারণা প্রসঙ্গে যা বললেন মিশা সওদাগর

মৌলিক গল্প হিসেবে ‘রাজনীতি’ ছবির খুব প্রশংসা শুনছি সবার কাছ থেকে। ছবিটা দেখার খুব ইচ্ছা। দুয়েকদিনের মধ্যে হলে গিয়ে ছবিটা দেখব। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর বলেছেন এ কথা।
তিনি বলেন, বুলবুল বিশ্বাস অনেক পরিশ্রম করে এ ছবিটা বানিয়েছে। সবার মুখেও ওর ছবিটা নিয়ে প্রশংসা শুনছি। আসলে এখন যে হারে অনুকরণের ছবির নির্মাণ হচ্ছে সেই সময়ে এসে ‘রাজনীতি’র মত মৌলিক ছবির খুব প্রয়োজন। আমি ধন্যবাদ জানাই নির্মাতাকে, দর্শকের কথা মাথায় রেখে হল কম পেয়েও যৌথ প্রতারণার দুই ছবির সঙ্গে তারটিও মুক্তি দেয়ার জন্য।
যৌথ প্রযোজনার নামে প্রতারণা প্রসঙ্গে মিশা বলেন, এই ঈদে অনেকটা গায়ের জোরেই মুক্তি দিল প্রতারণার দুই ছবি। হলও বেশি নিয়ে নিল তারা। অথচ আমাদের নিজস্ব ছবি ‘রাজনীতি’ মাত্র কয়েকটা হল পেল। ঠিক হয়নি কাজটা। যৌথ প্রযোজনার নামে ভবিষ্যতে যেন প্রতারণা না হয় সেজন্য কয়েকদিনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে স্থায়ীভাবে তা বন্ধের অনুরোধ জানাব তার কাছে।
শীর্ষস্থানীয় নায়ক শাকিব খান ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজকে নিষিদ্ধ করেছে চলচ্চিত্রের ১৬টি সংগঠন। এ আন্দোলনের অন্যতম নেতা মিশা সওদাগর। মিশা বলেন, এ নিষিদ্ধ ঘোষণা বলবৎ থাকবে। যতদিন না পর্যন্ত এ দুজন আনুষ্ঠানিক ভাবে কারণ দর্শানোসহ ক্ষমা চাইবে জাতির কাছে, ততদিন পর্যন্ত এ নিষেধাজ্ঞা থাকবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন