রাজধানীতে ঘুষ নেয়ার দায়ে দুই এসআই সাসপেন্ড

রাজধানীর শেরেবাংলা নগর থানায় ঘুষ নেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় এক উপ-পরিদর্শক (এসআই) ও এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরা হলেন, এসআই দেবাশীষ ও এএসআই শফিয়ার। শনিবার দিবাগত রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কর্তৃপক্ষ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার বলেন, শুক্রবার রাতে রাজধানীর একটি ট্রাভেল এজেন্সিতে অভিযান চালিয়ে এস আই দেবাশীষ তিনজনকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ৪৫টি পাসপোর্ট উদ্ধার করা হয়। পরে তাদেরকে থানায় আনা হয়। ওই তিনজনের বাড়ি কুড়িগ্রামে। বিষয়টি এক ব্যক্তি তাকে ফোন করে জানান। এসময় তিনি শেরেবাংলা থানার ওসিকে জানান, পাসপোর্টগুলো যদি বৈধ হয়ে থাকে তবে আটকৃতদের যেন ছেড়ে দেয়া হয়। ওসি থানার বাইরে থাকায় বিষয়টি ওসি (তদন্ত) আবুল কালাম আজাদকে জানান এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
কিন্তু পরে জানা যায়, এসআই দেবাশীষ তাদেরকে না ছেড়ে তিন লাখ টাকা ঘুষ দাবি করে আটকদের আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন। দেবাশিষ বরখাস্তকৃত এএসআই শফিয়ারের (ছুটি নিয়ে কুড়িগ্রামে ছিলেন) কাছে এ টাকা দিতে বলেন। ওই রাতেই আটকৃতদের স্বজনরা ৭০ হাজার টাকা শফিয়ারকে প্রদান করলে তাদেরকে ছেড়ে দেয়া হয়। কিন্তু পাসপোর্টগুলো ফেরত দেয়া হয়নি। শর্ত ছিল বাকি ২ লাখ ৩০ হাজার টাকা প্রদানের পরই পাসপোর্টগুলো ফেরত দেয়া হবে।
ডিসি আরো বলেন, আমি ধরে নিয়েছিলাম আটকৃতদের ছেড়ে দেয়া হয়েছে। কিন্তু একই ভাবে টেলিফোনে জানতে পারি, ঘুষ নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর এসআই দেবাশীষ ও এএসআই শফিয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘুষ নেয়া টাকা ফেরত ও শফিয়ারকে আজ থানায় যোগদান করার নির্দেশ দেয়া হয়েছে। থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
ঘটনায় শেরেবাংলা নগর থানার ওসির কোন অবহেলা রয়েছে কী-না এমন প্রশ্নের জবাবে ডিসি বিপ্লব বলেন, ঘটনার সময় স্বাধীনতা দিবসের ডিউটিতে তিনি থানার বাইরে ছিলেন। তিনি থানার ওসি তদন্তকে বিষয়টি দেখার নির্দেশ দিয়েছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন