রাজধানীতে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ, গৃহশিক্ষকের বন্ধু গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে স্কুলপড়ুয়া এক কিশোরীকে বাসায় ডেকে নিয়ে তার গৃহশিক্ষক ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।
এঘটনায় অভিযোগের মুখে থাকা আল আমিন রাজু (২৪) মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের শিক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে।
মিরপুর থানার এসআই সুরুজ মিয়া জানান, বৃহস্পতিবার সকালে মামলার পর ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে দক্ষিণ পীরেরবাগ থেকে শাহীন নামে রাজুর এক বন্ধুকে আটক করা হয়েছে।
তিনি বলেন, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের শিক্ষার্থী আল আমিন রাজু (২৪) নবম শ্রেণীর ওই ছাত্রীকে (১৪) ওই ছাত্রীকে তাদের বাসায় এসে পড়াতো।
“বুধবার সকালে রাজু আরেক ‘প্রাইভেট শিক্ষকের’ সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে ওই ছাত্রীকে তাদের বাসা থেকে ডেকে নিয়ে যায়। দক্ষিণ পীরেরবাগের একবাড়ির পাঁচ তলার ফ্ল্যাটে নিয়ে গিয়ে রাজু তাকে ধর্ষণ করে ।”
ওই কিশোরীকে বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির সকালে তার পরিবারের পক্ষ থেকে মিরপুর থানায় মামলা করা হয় বলে জানান এসআই সুরুজ মিয়া।
“পরে পুলিশ ওই বাসায় গিয়ে রাজুকে না পেয়ে তার বন্ধু শাহীনকে গ্রেপ্তার করা হয়। সে এ ঘটনায় জড়িত।”
রাজুর বাবা লক্ষ্মীপুরের সংসদ সদস্য আবদুল আওয়ালের গাড়ির চালক বলে জানান এসআই সুরুজ।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন