শনিবার, জুলাই ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

রাবিতে সাধারণ শিক্ষার্থীকে মারলো ছাত্রলীগ নেত্রীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মুন্নুজান হলে আম খাওয়ার সময় হল প্রাঙ্গণে চিৎকার-চেঁচামেচি করতে নিষেধ করায় সাধারণ শিক্ষার্থীকে মারধর করেছে বিশ্ববিদ্যালয় হল শাখা ছাত্রলীগের নেত্রীরা।

মঙ্গলবার রাতে হলের ভেতর এ ঘটনা ঘটে। ছাত্রলীগ নেত্রীদের মারধরে আহত শিক্ষার্থী রুবিনা আক্তার সমাজবিজ্ঞান বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী ও ২০৬ নম্বর কক্ষের আবাসিক ছাত্রী।

মারধর করার পরে হল শাখার ছাত্রলীগের স্বঘোষিত সাধারণ সম্পাদক সুরাইয়া আক্তার সুরভী ও তাদের অনুসারীরা ওই কক্ষে ভাঙচুর চালিয়েছে বলে জানা গেছে। ভাঙচুর করার সময় সোহাগী ও দেবলিনা নামে দু’জন ছাত্রী আহত হয়েছেন। তাদের রাতেই বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে পাঠানো হয়।

হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার রাতে বিদ্যুৎ না থাকায় ২০১২-১৩ সেশনের শিক্ষার্থীরা গাছ থেকে আম পেড়ে চেঁচামেচি করে মাঠের মধ্যে আম খাচ্ছিল। রুবিনা আক্তারের পরীক্ষা থাকায় নিচে এসে তাদের অন্য জায়গায় যেতে বলে। ফলে আম খাওয়া শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে হল শাখা ছাত্রলীগ নেত্রীর কাছে গেলে সে এসে তাকে সরি বলতে বলে। রুবিনা সরি না বলায় হল প্রভোস্ট, প্রক্টর ও আবাসিক শিক্ষক সেখানে উপস্থিত না হওয়া পর্যন্ত প্রায় দুই ঘণ্টা তাকে ও তার রুমের অন্য মেয়েকে আটকে রেখে ছাত্রলীগের নেত্রীরা। এ সময় তার রুমে ভাঙচুর চালায়। এ সময় ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সরকার ফারহানা আক্তার উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জানতে চাইলে রাবি ছাত্রলীগ নেত্রী সরকার ফারহানা আখতার সুমি বলেন, ‘রাতে আম খাওয়া নিয়ে সিনিয়র জুনিয়র নিয়ে হলে একটু ঝামেলা হয়েছিল। জুনিয়র শিক্ষার্থীরা বিষয়টা আমাকে জানালে সেখানে আমি উপস্থিত হয়ে রুবিনাকে সরি বলতে বলি। কিন্তু সে সরি না বলে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। এতে শিক্ষার্থীরা তাকে রুমে আটকিয়ে রুমের জানালা ভাঙচুর করে। এ সময় তার রুমের মেয়েরা ভেতর থেকে কাঁচ দিয়ে ঢিল ছুড়লে বাইরের দুইজন শিক্ষার্থী গুরুতর আহত হয়।

মুন্নুজান হল প্রভোস্ট প্রফেসর ড. তানজিম জোহরা হাবিব বলেন, ‘আম খাওয়া নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছিল। কিছু শিক্ষার্থীরা বিষয়টিকে খুবই বাড়াবাড়ি করছিল। পরে রাতেই আমি ও বিশ্ববিদ্যালয় প্রক্টর গিয়ে বিষটি মীমাংসা করে দিয়েছি।

এই সংক্রান্ত আরো সংবাদ

বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন

ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

হত্যাকাণ্ডসহ সব অনভিপ্রেত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝরে গেল।বিস্তারিত পড়ুন

  • বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা কোটা আন্দোলনকারীদের
  • নতুন শিক্ষাক্রমে বিষয়ভিত্তিক মূল্যায়ন ৭ ধাপ হবে
  • একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ
  • বুয়েট পাচ্ছে ১০০ কোটি টাকার ন্যানো ল্যাব  
  • শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ দিনের ছুটি শুরু কাল
  • একাদশে ভর্তির আবেদন পড়েছে ১২ লাখের বেশি
  • ৫৭ বছর বয়সে এসএসসি পাস করলেন পুলিশ সদস্য
  • জাতির পিতার স্মৃতি বিজড়িত প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
  • দিনাজপুর শিক্ষা বোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫
  • ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮৫ শতাংশ, এগিয়ে মেয়েরা
  • গফরগাঁওয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শামছুন নাহার
  • ইবির শেখ রাসেল হলের নয়া প্রভোস্টের দায়িত্বগ্রহণ