রাবি শিক্ষক খুনে আরও দুইজন আটক

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার ঘটনায় আরও দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বাগমারার দরগামাড়িয়া জামে মসজিদের ইমাম রায়হান আলী এবং গোপালপুর মাদ্রাসার শিক্ষক মুনসুর রহমান। রায়হানের বাড়ি বাগমারার তালঘরিয়া ও মুনসুরের বাড়ি একই উপজেলার খাজাপাড়া গ্রামে। এ নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনায় মোট তিনজনকে আটক করা হলো।
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন বলেন, অধ্যাপক রেজাউল কমির সিদ্দিকী তার নিজ গ্রাম দরগামাড়িয়ায় একটি গানের স্কুল প্রতিষ্ঠা করেছেন। কিন্তু তার গ্রামের মসজিদের ইমাম রায়হান আলী গান বাজনা পছন্দ করতেন না। তাই তিনি ওই গানের স্কুল প্রতিষ্ঠার বিরোধিতা করেন। এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। আর সন্দেহভাজন হিসেবে শিক্ষকের পাশের গ্রাম খাজাপাড়ার বাসিন্দা মাদ্রাসা শিক্ষক মুনসুরকে আটক করা হয়েছে।
গত শনিবার সকালে রাজশাহী নগরের শালবাগান এলাকায় নিজ বাড়ি থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে দুর্বৃত্তের হাতে খুন হন রাবির ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী।
এই সংক্রান্ত আরো সংবাদ

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন

বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন