বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রেলের উন্নয়নে সাড়ে ১২শ কোটির টাকার ঋণ দেবে ইআইবি

বাংলাদেশের অবকাঠামো খাতে বড় বিনিয়োগ ঘোষণা করেছে ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)। গত ১৫ অক্টোবর বাংলাদেশ রেলওয়ের জন্য সাড়ে ১৩ কোটি ইউরোর বা প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার একটি ঋণ প্রস্তাব অনুমোদন করেছে ইআইবির বোর্ড সভা।

আখাউড়া থেকে লাকসাম পর্যন্ত ৭২ কিলোমিটার ডাবল লাইন নির্মাণে সহঋণদাতা হিসেবে এ অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে।গত দুই বছর ধরে এদেশের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ বাড়িয়ে ইআইবি আগামীতেও দেশের এ খাতে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।

ইআইবির ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট জনাথন টেইলর জানান, ইআইবির এক্সটার্নাল ম্যান্ডেটের দুটি উদ্দেশ্য পূরণ করবে রেলওয়ের প্রকল্পটি। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় সড়ক থেকে রেলপথে যাত্রী স্থানান্তরে ভূমিকা রাখবে এটি। পাশাপাশি পরিবহন সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখবে এ রেলপথ। এ কারণেই প্রকল্পটিতে ঋণ দেওয়ার বিষয়টি অনুমোদন করেছে।

সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়, ঢাকা-চট্টগ্রাম ডাবল লাইনে উন্নীত করার অংশ হিসেবে আখাউড়া থেকে লাকসাম ডাবল লাইন প্রকল্পটি ব্যয় হবে প্রায় ৫৫ কোটি ৫০ লাখ ইউরো বা ৫ হাজার কোটি টাকা। এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দেবে ৩৩ কোটি ২০ লাখ ও ইআইবি ১৩ কোটি ৫০ লাখ ইউরো। বাকি অর্থ বাংলাদেশ সরকার নিজস্ব তহবিল থেকে সরবরাহ করবে।

ইআইবি বলছে, জ্বালানি তেলের ব্যবহার হ্রাসের মাধ্যমে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমবে। ফলে প্রকল্পটি ইআইবির জলবায়ু অ্যাকশন প্ল্যান বাস্তবায়নে সহায়তা করবে। স্থানীয় জনগণের স্বাস্থ্য ও পরিবেশের উন্নয়নেও ভূমিকা রাখবে এটি। এছাড়া সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নের মাধ্যমে প্রকল্পটি গণপরিবহনের ব্যবহার বৃদ্ধি এবং জাতীয় অর্থনৈতিক ও আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধিতে সহায়ক হবে।

জানা যায়, বর্তমানে ঢাকা-চট্টগ্রাম ৩২১ কিলোমিটার রেলপথের মধ্যে ডাবল লাইন ১৮৭ কিলোমিটার। টঙ্গী থেকে ভৈরব বাজার পর্যন্ত ৬২ কিলোমিটারও আগামী মাসে চালুর কথা রয়েছে। তবে আখাউড়া থেকে লাকসাম ৭১ কিলোমিটার সিঙ্গেল লাইন রয়ে গেছে। ঢাকা-চট্টগ্রাম রেলপথের এ অংশ ডাবল লাইনে উন্নীত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে ডাবল লাইনের পাশাপাশি ডুয়াল গেজ ট্রেন চলাচল ব্যবস্থাও চালু করা হবে।

এতে প্রকল্পটির আওতায় নতুন ডুয়াল গেজ লাইন নির্মাণের পাশাপাশি বিদ্যমান লাইনটি ডুয়াল গেজে রূপান্তর করা হবে। এরই মধ্যে প্রকল্পটির ঠিকাদার নিয়োগে দরপত্র আহ্বান করা হয়েছে। এখন মূল্যায়ন পর্যায়ে রয়েছে। আগামী বছর শুরু হয়ে ২০২০ সালে ডাবল লাইন ডুয়াল গেজের কাজ শেষ করার কথা।

এই সংক্রান্ত আরো সংবাদ

চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফের সংঘর্ষবিস্তারিত পড়ুন

রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেবিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ১২৩টি সংগঠন মোট ১,৬০৪ বারবিস্তারিত পড়ুন

  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
  • ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • আজ যমুনায় তিন দলের সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক
  • হাসনাতকে উপহার পাঠালের রুমিন ফারহানা
  • গাজীপুরে পোশাক শ্রমিকসহ দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার