লন্ডনে খালেদা জিয়ার গাড়িতে হামলার গুজব
লন্ডনে অবস্থানরত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িতে হামলার গুজব উঠেছে। মোবাইলে রেকর্ডকৃত একটি ভিডিও ক্লিপ ছাড়া হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়।
সেখানে দেখা গেছে, একটি সাদা রং এর গাড়ি পার্ক করা অবস্থায় কয়েকজন লোকের মধ্যে একজন সামনেরদরজা খুলে কিছু একটা করছে। এ সময় ভিতর থেকে মেয়েলি কণ্ঠে কেউ একজন বলছেন ‘এই কোথায় গেছেওরা’। তবে এটি বেগম জিয়ার কণ্ঠ কিনা তা অস্পষ্ট।
ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কেউ একজন বলছে হায় হায়রে, ডিম থেরাপি হচ্ছে, ডিম থেরাপি। তবে মুহূর্তের মধ্যেই গাড়িটি দ্রুত সেখান থেকে সটকে পড়ে। ভিডিওটি কবে কোথায় রেকর্ড করা হয়েছে তা জানা সম্ভব হয়নি।
তবে এ ব্যাপারে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি হামলার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ ভূয়া সংবাদ।’ বিএনপির আরেক নেতা জানিয়েছেন, বেগম জিয়া মঙ্গলবার সারাদিন ঘরেই ছিলেন। তিনি ইউরোপের নেতাদের সাথে সাক্ষাতে ব্যস্ত ছিলেন।
জানা গেছে, বেগম জিয়ার উপর অর্তকিত হামলার গুজব মঙ্গলবার সন্ধ্যা সাতটা থেকে শুরু হয়। সন্ধ্যায় সেন্ট্রাল লন্ডনের কোনো এক জায়গায় গাড়ি পার্ক করা অবস্থায় ৪/৫ জনের একটি গ্রুপ অর্তকিত হামলা চালায় বলে গুজব ছড়ানো হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
দেশের মানুষের মনোবাসনা বুঝে স্বচ্ছ রাজনীতির আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ীবিস্তারিত পড়ুন
বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
বগুড়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৫৭ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে বগুড়া সদর থানায় গাবতলীর নিহত বিএনপি নেতা জিল্লুর রহমানের স্ত্রী খাদিজা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের একদফা আন্দোলনে গিয়ে সংঘর্ষের সময় শহরের ঝাউতলা এলাকায় নিহত হনবিস্তারিত পড়ুন
১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
১৭ বছর পর খুলে দেওয়া হলো বিএনপির ভাইস চেয়ারম্যান ওবিস্তারিত পড়ুন