লিটনকে ১৮ অক্টোবরের মধ্যে আত্মসমর্পনের নির্দেশ
গাইবান্ধা-১ আসনের (সুন্দরগঞ্জ) আওয়ামী লীগের দলীয় আলোচিত এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে আদালতে হাজির হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১২টার পর তিনি আদালতে হাজির হন। তার উপস্থিতিতে জামিন আবেদনের উপর শুনানি হয়।
শুনানি শেষে আদালত লিটনের জামিন আবেদন খারিজ করে দেন। পাশাপাশি ১৮ অক্টোবরের মধ্যে নিম্ন আদালতে আত্ম সমর্পনের নির্দেশ দেয় আদালত।
এর আগে বেলা ১টার মধ্যে তাকে হাইকোর্টে হাজির করতে লিটনের আইনজীবীদের নির্দেশ দেয়া হয়।গতকাল রবিবার তার পক্ষে করা জামিন আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে আদলত এই নির্দেশনা প্রদান করেন।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি ভীষ্মদেব চৌধুরীর অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চে এই শুনানি হয়। আদালতে আগাম জামিনের আবেদনের শুনানি করেন এমপি লিটনের আইনজীবী মোখছেদুল ইসলাম।
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মঞ্জুরুল ইসলাম লিটনের পক্ষে রবিবার আবেদন করেন তার আইনজীবী এসএম আরিফুল ইসলাম।
শিশু সৌরভকে গুলি করে জখম করার ঘটনায় মামলা করার পরপরই তিনি গা-ঢাকা দেন। গত ২ অক্টোবর ভোরে শিশু সৌরভের দু’পায়ে তিনটি গুলি করেন এমপি লিটন। পরে শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিয়ে দেশব্যাপী আলোচনার ঝড় উঠার পর তার পিস্তলের লাইসেন্স বাতিল করা হয়। এছাড়া তাকে বেশ কয়েকটি কলেজের সভাপতির পদ থেকে থেকে প্রত্যাহার করা হয়। সমালোচনার মধ্যেই তিনি গা-ঢাকা দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন