শেষ দুই ম্যাচের দলে নেই মুশফিক-মুস্তাফিজ
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দু্ই ম্যাচ জিতে সিরিজে ২-০তে এগিয়ে গেছে বাংলাদেশ। আর এক ম্যাচ জিতলেই সিরজ জয়টাও নিশ্চিত হয়ে যাবে। চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিকদের শেষ দুই ম্যাচের দলে তাই ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।
রোববার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৪ সদস্যের দলের বাইরে রাখা হয়েছে বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান ও অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। এ ছাড়া অলরাউন্ডার শুভাগত হোম ও পেসার আল আমিন হোসেনকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।
দলে ফিরিয়ে আনার হয়েছে পেসার তাসকিন আহমেদকে। আর প্রথমবারের মতো টি-টোয়েন্টির দলে জায়গা পেয়েছেন পেসার মোহাম্মদ শহীদ, আলরাউন্ডার মোসাদ্দেক হোসেন ও মুক্তার আলী।
বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মুক্তার আলী, মোসাদ্দেক হোসেন, আবু হায়দার রনি, নুরুল হাসান, মোহাম্মদ শহীদ, তাসকিন আহমেদ ও আরাফাত সানি।
এই সংক্রান্ত আরো সংবাদ
খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
রাওয়ালপিণ্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে ব্যস্ত পাকিস্তানি ফাস্ট বোলার শাহিনবিস্তারিত পড়ুন
বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন
নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমেবিস্তারিত পড়ুন