সপ্তম শ্রেণি : বাংলা দ্বিতীয় পত্র
ভাষা
১। আদিকালে মানুষ পারস্পরিক ভাব-বিনিময়ের জন্য কয়টি মাধ্যম ব্যবহার করত?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
২। নিরন্তর প্রচেষ্টা, বুদ্ধি ও সাধনার মাধ্যমে মানুষ কালক্রমে কী করতে সক্ষম হলো?
ক. কথা বলা শিখতে
খ. ভাষার ব্যবহার করতে
গ. অঙ্গপ্রত্যঙ্গের ব্যবহার করতে
ঘ. ধ্বনির প্রণালিবদ্ধ উচ্চারণ ও ব্যবহারে
৩। মানুষের অনুভূতি প্রকাশের সর্বোত্তম প্রক্রিয়া কোনটি?
ক. কণ্ঠধ্বনি
খ. বাগযন্ত্র
গ. ধ্বনির প্রণালিবদ্ধ উচ্চারণ ও ব্যবহার
ঘ. চিত্র
৪। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে ভাষার সংজ্ঞা কী?
ক. মনের ভাব প্রকাশ করার জন্য মনুষ্য জাতি অপরের বোধগম্য যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি উচ্চারণ করে থাকে, তাকে ভাষা বলে
খ. মনুষ্য জাতি যে ধ্বনি বা ধ্বনিসকল দ্বারা মনের ভাব প্রকাশ করে, তার নাম ভাষা
গ. মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য বাগযন্ত্রের সাহায্যে বোধগম্য যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে থাকে, সেই ধ্বনি বা ধ্বনি সমষ্টিই ভাষা
ঘ. মনের ভাব প্রকাশের জন্য বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত, ধ্বনির দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ সমাজে ব্যবহৃত, স্বতন্ত্রভাবে অবস্থিত, তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে
৫। ভাষার বৈশিষ্ট্য কয়টি?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
৬। ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে কিভাবে?
ক. দেশ, কাল ও সমাজভেদে
খ. দেশ, কাল ও পরিবেশভেদে
গ. দেশ, কাল ও অবস্থানভেদে
ঘ. দেশ, কাল ও সম্প্রদায়ভেদে
৭। বর্তমান পৃথিবীতে প্রচলিত ভাষার সংখ্যা কত?
ক. প্রায় তিন হাজারের বেশি
খ. প্রায় সাড়ে তিন হাজারের ওপর
গ. প্রায় আড়াই হাজারের বেশি
ঘ. প্রায় তিন হাজার
৮। বাংলা ভাষার উৎসমূলে যে ভাষার সন্ধান পাওয়া যায়, তার নাম কী?
ক. ইন্দো-ইউরোপীয়
খ. ইন্দো-মার্কিন
গ. ইন্দো-পাক
ঘ. ইন্দো-ভারতীয়
৯। বাংলা ভাষার উদ্ভব কোন শতকে ঘটেছে?
ক. পঞ্চম খ. ষষ্ঠ
গ. সপ্তম ঘ. অষ্টম
১০। ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় কোন খ্রিস্টাব্দকে বাংলা ভাষার উদ্ভবকাল মনে করেন?
ক. ৫৫০ খ. ৬৫০
গ. ৮৫০ ঘ. ৯৫০
১১। বাংলা ভাষা কত বছরের পুরনো?
ক. প্রায় এক হাজার
খ. প্রায় দেড় হাজার
গ. প্রায় দুই হাজার
ঘ. হাজার বছরেরও বেশি
১২। বাংলা ভাষার প্রাচীন লিখিত রূপ কোন ভাষা?
ক. সংস্কৃত খ. তৎসম
গ. তদ্ভব ঘ. সাধু
১৩। বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগে ভাব প্রকাশের প্রধান বাহন কী ছিল?
ক. গদ্য খ. পদ্য
গ. গান ঘ. চিঠিপত্র
১৪। কত সালে গদ্যচর্চা শুরু হয়?
ক. ১৬০০ খ. ১৭০০
গ. ১৮০০ ঘ. ১৯০০
১৫। গদ্য রচনার শুরুতে লেখকরা মূলত কোন ভাষার ওপর নির্ভর করতেন?
ক. সংস্কৃত ভাষা
খ. আঞ্চলিক ভাষা
গ. চলিত ভাষা
ঘ. প্রাকৃত ভাষা
১৬। উনিশ শতকে বাংলা গদ্যের লিখিত রূপের নাম কী?
ক. সংস্কৃত ভাষা
খ. সাধু ভাষা
গ. চলিত ভাষা
ঘ. প্রাকৃত ভাষা
১৭। বাংলা গদ্যের প্রাথমিক পর্যায়ে তৎসম শব্দবহুল সাহিত্যিক গদ্যরীতি গড়ে তোলার কাজে কে ছিলেন না?
ক. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
খ. রামমোহন রায়
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. অক্ষয়কুমার বড়াল
১৮। ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় সাধু ভাষার কী সংজ্ঞা দিয়েছেন?
ক. ইংরেজি গদ্য সাহিত্যের পদবিন্যাস প্রণালির অনুসরণে পরিকল্পিত যে নতুন সর্বজনীন গদ্যরীতি বাংলা সাহিত্যে প্রবর্তিত হয়, তাকে বাংলা সাধু ভাষা বলে
খ. বাংলা ভাষার সংস্কৃত শব্দ সম্পদ ক্রিয়া ও সর্বনাম পদের পূর্ণরূপ এবং ব্যাকরণসিদ্ধ উপকরণ যে ভাষাতে বর্তমান থাকে, তাকেই সাধু ভাষা বলে
গ. যে ভাষারীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ পূর্ণরূপে বর্তমান থাকে, তাই সাধু ভাষা
ঘ. সাধারণ গদ্য সাহিত্যে ব্যবহৃত বাঙালা ভাষাকে সাধু ভাষা বলে
১৯। সাধু ও চলিত ভাষা নিরূপণ করা হয় কিভাবে?
ক. বিশেষণ ও সর্বনাম পদের পার্থক্য বিবেচনা করে
খ. সর্বনাম ও অব্যয় পদের পার্থক্য বিবেচনা করে
গ. বিশেষ্য ও বিশেষণ পদের পার্থক্য বিবেচনা করে
ঘ. সর্বনাম ও ক্রিয়াপদের পার্থক্য বিবেচনা করে
২০। সাধু ভাষায় কোন শব্দের প্রয়োগ বেশি?
ক. তৎসম খ. তদ্ভব
গ. অর্ধতৎসম ঘ. দেশি
২১। কোনটি সাধু ভাষার বৈশিষ্ট্য—
ক. মার্জিত খ. চটুল
গ. জীবন্ত ঘ. লোকায়ত
২২. ব্যাকরণের কাজ কী?
ক. ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা
খ. ভাষার উচ্ছৃঙ্খলা নিবারণ করা
গ. বাক্য গঠনপ্রণালি নির্ধারণ করা
ঘ. শব্দের উচ্ছৃঙ্খলা নিবারণ করা
২৩। বাংলা ব্যাংকরণের আলোচ্য বিষয় কয়টি?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
২৪। ব্যাকরণের সৃষ্টি কখন হয়েছে?
ক. ভাষার পরে
খ. ভাষার আগে
গ. একই সঙ্গে
ঘ. পাশাপাশি
২৫। ভাষার ক্ষুদ্রতম একক কী?
ক. বর্ণ খ. ধ্বনি
গ. ধ্বনিমূল ঘ. শব্দ
২৬। ভাষার মূল ভিত্তি কী?
ক. ধ্বনি খ. শব্দ
গ. বাক্য ঘ. অর্থ
২৭। ধ্বনি উচ্চারণের মূল উৎস হলো—
ক. কণ্ঠ
খ. গলনালি
গ. ফুসফুস
ঘ. মুখবিবর
২৮। প্রতিটি মানব ভাষায় সাধারণত ধ্বনির সংখ্যা কত?
ক. এগারোটির বেশি ও পঞ্চাশের কম
খ. এগারোটির কম ও পঞ্চাশের বেশি
গ. বারোটির বেশি ও ষাটটির কম
ঘ. বারোটির কম ও ষাটটির বেশি
২৯। ধ্বনির সাধারণ অর্থ কী?
ক. যেকোনো ধরনের আওয়াজ
খ. যেকোনো ধরনের শব্দ
গ. যেকোনো ধরনের বর্ণ
ঘ. বাকযন্ত্রের সাহায্যে তৈরি আওয়াজ
৩০। কোনটি দীর্ঘস্বর নয়?
ক. আ খ. ঈ
গ. এ ঘ. ঋ
৩১। কোনটি হ্রস্বস্বর নয়?
ক. ও খ. অ
গ. ই ঘ. উ
৩২। ‘ঋ’ স্বরধ্বনিটির উচ্চারণ স্থান কোনটি?
ক. কণ্ঠ খ. তালু
গ. মূর্ধ ঘ. কণ্ঠ ও তালু
৩৩। ই, ঈ-এর ধ্বনি দুটির উচ্চারণ স্থান অনুসারে নাম কী?
ক. তালব্য ধ্বনি
খ. কণ্ঠধ্বনি
গ. ওষ্ঠধ্বনি
ঘ. মূর্ধন্য ধ্বনি
৩৪। উচ্চারণ বৈশিষ্ট্য অনুসারে ব্যঞ্জনধ্বনি প্রধানত কয় ভাগে বিভক্ত?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
৩৫। অন্তঃস্থ ধ্বনি কোনটি?
ক. ভ খ. স
গ. য ঘ. ত
৩৬। যেসব ব্যঞ্জনধ্বনির উচ্চারণে ধ্বনিগুলোর রেশ টেনে রাখা যায়, তাদের বলে—
ক. অন্তঃস্থ ধ্বনি
খ. স্পর্শ ধ্বনি
গ. উষ্মধ্বনি
ঘ. নাসিক্য ধ্বনি
৩৭। ‘য়’-এর উচ্চারণ স্থান কোথায়?
ক. তালু খ. কণ্ঠ
গ. মুখ ঘ. দন্ত
৩৮। সৃষ্টধ্বনি কোনগুলো?
ক. ক, খ, গ, ঘ
খ. প, ফ, ব, ভ
গ. চ, ছ, জ, ঝ
ঘ. ত, থ, দ, ধ
৩৯। অঘোষ ধ্বনি কোনগুলো?
ক. প্রত্যেক বর্গের প্রথম দুটি ধ্বনি
খ. প্রত্যেক বর্গের তৃতীয় ও চতুর্থ ধ্বনি
গ. প্রত্যেক বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনি
ঘ. প্রত্যেক বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনি
৪০। মোষ ধ্বনি কোনটি
ক. শ খ. য
গ. ম ঘ. হ
উত্তরগুলো মিলিয়ে নাও
১. গ ২. ঘ ৩. ক ৪. খ ৫. গ ৬. খ
৭. খ ৮. ক ৯. গ ১০. ঘ ১১. খ ১২. ঘ ১৩. খ ১৪. গ ১৫. ক ১৬. খ ১৭. ঘ ১৮. ঘ ১৯. ঘ ২০. ক ২১. ক ২২. ক
২৩. গ ২৪. ক ২৫. খ ২৬. ক ২৭. গ ২৮. গ ২৯. ক ৩০. ঘ ৩১. ক ৩২. গ ৩৩. ক ৩৪. খ ৩৫. গ ৩৬. গ ৩৭. ক ৩৮. গ ৩৯. ক ৪০. ঘ
এই সংক্রান্ত আরো সংবাদ
সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার
এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন
বিশ্ব অর্থনীতির তালিকায় জাপানকে ছাড়িয়ে গেল রাশিয়া
বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানকে ছাড়িয়ে গেল রাশিয়া। জুনেরবিস্তারিত পড়ুন