সাভারে এক মেয়রসহ ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল
সাভার পৌরসভা নির্বাচনে এক মেয়র প্রার্থী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে দুই জন ও সাধারণ কউন্সিলর পদে তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।
শনিবার বিকালে সাভার উপজেলা কনফারেন্স কক্ষে পৌর নির্বাচনের প্রার্থিতা যাচাই বাছাইয়ের সময় ত্রুটিপূর্ণ নথিপত্র দাখিলের কারণে তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা সিনিয়র নির্বাচন অফিসার শাহ আলম। এসময় জেষ্ঠ জেলা নির্বাচন অফিসার জানান, প্রার্থীদের দাখিলকৃত মনোনয়ন পত্রে ত্রুটি থাকায় সাভার পৌরসভা ন্যাশনাল আওয়ামী পার্টি সমর্থিত মেয়র প্রার্থী মফিজুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
একই কারণে সংরক্ষিত ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফরিদা বেগম ও সালেহা বেগমের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া নথিপত্রে ত্রুটি প্রমাণিত হওয়ায় ১নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পার্থী এরশাদুর রহমান, আব্দুল কাদের মিয়া ও তিন নং ওয়ার্ডের কলি উদ্দিন মাহমুদের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়। এদিকে সাধারণ কাউন্সিলর পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় ২নং ওয়ার্ডের একক প্রার্থী হিসেবে নজরুল ইসলাম মানিক মোল্ল্যার নাম ঘোষণা করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন