সালাহ উদ্দিনের জামিন শর্তসাপেক্ষে শিলংয়ে
অবশেষে বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। ভারতের শিলংয়ের একটি আদালত থেকে জামিন পেয়েছেন তিনি। এদিকে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার শিলং প্রতিনিধি মানস দাস জানান, শিলংয়ের অতিরিক্ত জেলা বিচারিক আদালত তাকে এ জামিন প্রদান করেছেন।
শর্ত অনুযায়ী সালাহ উদ্দিনকে প্রতি সপ্তাহে ১ বার শিলং জেলা পুলিশ সুপারের কাছে হাজিরা দিতে হবে। এছাড়া বিএনপি নেতার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপি নেতাকে শর্তসাপেক্ষে জামিন দেয়া হয়েছে এবং তারা এখন শিলংয়েই অবস্থান করবেন।
এদিকে বিস্তারিত কিছু না জানালেও সালাহ উদ্দিন আহমেদকে শর্তসাপেক্ষে জামিন প্রদানের কথা স্বীকার করেছেন কোর্ট ইন্সপেক্টর কে ডি প্রসাদ। সালাউদ্দিন আহমেদের আইনজীবী এস পি মাহান্তর সাথে যোগাযোগ করা হলে তিনিও জামিন প্রদানের কথা স্বীকার করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
আসিফ নজরুল: ছয় কমিশনের প্রতিবেদন প্রকাশ ৮ ফেব্রুয়ারি
অন্তবর্তীকালীন সরকার গঠিত ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদন আগামী ৮ ফেব্রুয়ারিবিস্তারিত পড়ুন
ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকায় বুয়েটের ৮ শিক্ষার্থী আজীবন বহিষ্কার
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় বাংলাদেশ প্রকৌশলবিস্তারিত পড়ুন
সন্তান মোবাইল ফোনে কী করছে, সতর্ক হোন এখনই
সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে বড় ধাক্কা লেগেছে দেশের আইনশৃঙ্খলারবিস্তারিত পড়ুন