সে কী! ‘ভুতু’ আর ‘পটলকুমার’কে আর দেখা যাবে না?

বাংলা সিরিয়ালের এই দু’টি চরিত্রই এখন সম্ভবত সবথেকে জনপ্রিয়। পারিবারিক গল্পের মধ্যে দুই কিশোর-কিশোরী চরিত্রের উপস্থিতি গোটা বিষয়টিকে আলাদা মাত্রা দিয়েছে।
‘‘ভুতু’’ বা ‘‘পটলকুমার’’কে আর সম্ভবত দেখা যাবে না ছোটপর্দায়। তবে গোড়াতেই আশ্বস্ত করা যাক। ভারতের ক্ষেত্রে এই আশঙ্কা প্রযোজ্য নয়। এই আশঙ্কা করতে পারেন বাংলাদেশের দর্শকরা। কারণ, ভারতের বেশ কয়েকটি চ্যানেলের সম্প্রচার হয়তো শেষমেশ বন্ধই হয়ে যাবে বাংলাদেশে।
শেখ হাসিনা সরকারের চিন্তাভাবনা যদি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়, তা হলে ভারতের বেশ কয়েকটি জনপ্রিয় চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে বাংলাদেশে। বাংলাদেশে মূলত জনপ্রিয় বাংলা বিনোদন চ্যানেলগুলি। যার মধ্যে দু’টি চ্যানেলের নাম সর্বাগ্রে আসে। এই দু’টি চ্যানেলেই সম্প্রচারিত হয় এই দুই কিশোর-কিশোরীকে নিয়ে জনপ্রিয় সিরিয়াল।
সম্প্রতি গুলশনে জঙ্গি হামলার পরে বাংলাদেশের পিস টিভি-র সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। এর পরেই সোশ্যাল নেটওয়ার্কে ভারতের চ্যানেলগুলি বন্ধ করে দেওয়ার দাবি বাংলাদেশে জোরালো হতে থাকে। বহু বাংলাদেশির অভিযোগ, এই সব চ্যানেলে সম্প্রচারিত সিরিয়ালগুলির জন্যই তাঁদের দেশের সামাজিক এবং মূল্যবোধের অবক্ষয় হচ্ছে। বস্তুত, এই দাবি বাংলাদেশে নতুন নয়। পিস টিভি বন্ধ হওয়ার পরে এই দাবির পালে হাওয়া লেগেছে, এই যা।
অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো বটেই, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বেশ ভাল সম্পর্ক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের। ফলে, ভারতীয়, বিশেষত বাংলা চ্যানেল বন্ধ করার আগে তাঁরও অনেক কিছু ভাবার অবকাশ রয়েছে। এদিকে ঘরেও হাসিনার উপরে চাপ বাড়ছে। সব মিলিয়ে, হাসিনার সিদ্ধান্ত কিন্তু খুব একটা সহজ হবে না।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন