সোমবার, নভেম্বর ১১, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সোনালী ব্যাংককে জরিমানা দিতে হবে : অর্থমন্ত্রী

যুক্তরাজ্যের সোনালী ব্যাংককে জরিমানার ৩৩ লাখ পাউন্ড বা প্রায় ৩১ কোটি ৩৫ লাখ টাকা পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অর্থপাচার রোধে ব্যর্থ হওয়ার অভিযোগে দেশটির একটি অর্থনৈতিক মনিটরিং সংস্থা এই জরিমানা করেছে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা জানিয়েছেন।

যাদের অবহেলার কারণে সোনালী ব্যাংককে এই জরিমানা দিতে হচ্ছে তাদের বিরুদ্ধে অর্থ মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নেবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, বিষয়টি পর্যালোচনা করে দেখা হবে। এরপর কারা দোষী এবং তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে আগামীকাল ঢাকা সফরে আসা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছ থেকে কী পরিমাণ সহায়তা পাওয়া যেতে পারে তা অর্থমন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকরা। জবাবে মন্ত্রী বলেন, আপাতত ১৫ থেকে ২০ মিলিয়ন ডলার সহায়তা পাওয়া যাবে বলে তাঁরা আশা করছেন। এর বাইরেও দীর্ঘমেয়াদি ঋণ সহায়তার বিষয়ে আলোচনা হবে বলে জানান তিনি।

সোনালী ব্যাংককে জরিমানার এই বিষয়টি গতকাল বুধবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে বাংলাদেশের সোনালী ব্যাংকের শাখা অর্থপাচার নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার অভিযোগে গ্রাহকের আমানত গ্রহণে ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে ফিন্যান্সিয়াল কনডাক্ট অথরিটি (এফসিএ)। ব্যাংকটিকে ৩৩ লাখ পাউন্ড জরিমানা করা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তা স্টিভেন স্মিথকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে ব্যাংকটির প্রধান কর্মকাণ্ড রেমিট্যান্স বাংলাদেশে পাঠানো অব্যাহত থাকবে।

বর্তমানে যুক্তরাজ্যে সোনালী ব্যাংকের তিনটি শাখা রয়েছে। এর মধ্যে লন্ডন, বার্মিংহাম ও ব্রাডফোর্ডে ব্যাংকটির শাখা রয়েছে। এ শাখাগুলো মূলত প্রবাসী বাংলাদেশিদের ব্যাংকিং সেবা দিয়ে থাকে।

যুক্তরাজ্যের সোনালী ব্যাংকের ৫১ শতাংশের মালিক বাংলাদেশের সরকার।

এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন

সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন

১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার

এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন

  • বিশ্ব অর্থনীতির তালিকায় জাপানকে ছাড়িয়ে গেল রাশিয়া
  • ডাক ও টেলিযোগাযোগ খাতে এডিপি বাস্তবায়ন শতভাগ
  • এডিবি ২৫ কোটি ডলার ঋণ দেবে সামাজিক নিরাপত্তায়  
  • ত্রিভুজ ক্ষমতাকাঠামোর অধীনে প্রণীত ত্রিশঙ্কু বাজেট
  • ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলাম মঙ্গলবার
  • নিজ ভূমি অধিকার সুনিশ্চিত করলে তা জীবনযাত্রার মানোন্নয়নে সহায়ক হয় : ভূমিমন্ত্রী
  • বছরের শেষের দিকে মূল্যস্ফীতি কমে আসবে: অর্থমন্ত্রী
  • এজেন্ট ব্যাংকিংয়ে ঋণ বিতরণ বেড়েছে ৪১ শতাংশ
  • ‘মুক্ত বিনিয়োগ নীতি গ্ৰহনে পাচারকৃত অর্থ ফেরানোর সুযোগ রয়েছে’
  • বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি খলীকুজ্জমান, সম্পাদক আইনুল
  • নীতি সহায়তা যুক্ত হচ্ছে রফতানিতে
  • দেশের রিজার্ভ কমে ১৮ বিলিয়ন ডলার