সোহেল হত্যায় মামলা, গ্রেপ্তার পাঁচ

চট্টগ্রাম : নগরীর বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দু’গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ নেতা সোহেল আহমেদ (২৪) হত্যার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।
মামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহানকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে নিহত সোহেল আহমেদের বাবা অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবু তাহের বাদি হয়ে চকবাজার থানায় এজহার দায়ের করেন। বুধবার সকাল ১১টায় পুলিশ মামলাটি নথিভুক্ত করে। চকবাজার থানার ১৯ নম্বর মামলা হিসেবে তা নথিভুক্ত হয়েছে।
আসামিরা হলেন- আশরাফুল ইসলাম (২০), ওয়াহিদুজ্জামান (২১,) জিয়াউল হায়দার (২২), গোলাম মোস্তাফা (২২), তামিমুল আলম (২৪), সোহান, জয়নাল, সাঈদ, উজ্জল, তারেক, আবিব, সায়েম, সাইফুল। এদের মধ্যে প্রথম পাঁচজন গ্রেপ্তার আছেন।
বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন চকবাজার থানার ওসি আজিজ আহমেদ।
সূত্র জানায়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সোহেল আহমেদের মৃত্যুর ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এতে প্রধান আসামি সোহানসহ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে পাঁচজন গ্রেপ্তার আছে। তবে প্রধান আসামি সোহান পলাতক আছেন।
এদিকে বুধবার দ্বিতীয় দফা নামাজে জানাজা শেষে সকাল ৯টার দিকে বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ কবরস্থানে সোহেল আহমেদের লাশ দাফন করা হয়েছে। এর আগে গতকাল রাত সাড়ে ৯টায় তার প্রথম নামাজে জানাজায় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
এই সংক্রান্ত আরো সংবাদ

কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন

চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত হাট
প্রায় সাড়ে চার বছর পর আগামী ২৯ জুলাই থেকে চালুবিস্তারিত পড়ুন

রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন