প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অক্ষয় কুমার

এমনই জল্পনা চলছে ওয়েব দুনিয়ায়। ডিএনএ-তে প্রকাশিত খবর অনুযায়ী আগামী দিনে নরেন্দ্র মোদীর ওপর কোনও ফিল্ম তৈরি হলে সেই ছবিতে প্রধানমন্ত্রীর মোদীর ভূমিকায় দেখা যেতে পারে রজত ভাটিয়া ওরফে ‘খিলাড়ি কুমার’ অক্ষয়কেই।
পরেশ রাওয়াল, অনুপম খের, ভিক্টর ব্যানার্জির মত কিংবদন্তি অভিনেতাদের পিছনে ফেলে দিয়ে অক্ষয়ই বেস্ট চয়েস, কারণ তাঁর স্বচ্ছ ভাবমূর্তি, এমনই মত বিজেপি শীর্ষ নেতৃত্বদের। ভারতীয় জনতা পার্টির এক শীর্ষ নেতা জানিয়েছেন, “অক্ষয় ইতিমধ্যেই নিজের যা পরিচিতি তৈরি করেছেন, সেটা বিচার করলে মোদীর ওপর যেকোনো ছবিতে অক্ষয়ের অভিনয় অনেকটাই ইতিবাচক এবং ফলপ্রসু হবে।”
বিজেপি নেতা শত্রুঘ্ন সিনহাও মনে করেন, “অক্ষয় হল মিস্টার ক্লিন অব ইন্ডিয়া। ওর ভাবমূর্তি নতুন ভারতের সঙ্গে মানানসই”।
নিজেকে নরেন্দ্র মোদীর ফ্যান দাবি করা সেন্সর বোর্ডের চেয়ারপার্সন পহেলাজ নিহালনি পর্যন্ত বলছেন, মোদীর চরিত্রে অভিনয়ে অক্ষয়ই বেস্ট চয়েস। তাঁর মত, “প্রধানমন্ত্রীর ভূমিকায় অক্ষয় কুমার ছাড়া অন্য কারোর কথা ভাবতেই পারি না আমি।
ওর গায়ে কোনও দাগ নেই। ওর লক্ষ্য ভীষণ স্পষ্ট এবং ও (অক্ষয়) যে ধরণের কাজ করছে সেগুলোও তো দেখতে হবে। টয়লেট: এক প্রেম কথা এমন একটি সিনেমা যা সামাজিক সংস্কারকে সাধিত করবে। অক্ষয় দিনে দিনে ন্যাশনাল স্টার হয়ে উঠছে, ঠিক মোদীজি’র মত”।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন