স্ত্রী হত্যায় ছাত্রলীগ নেতা রুবেল কারাগারে
ভোলার লালমোহনে মাহমুদা মেহের তিথি হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রুবেলকে (তিথির স্বামী) কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার সকাল ১১টায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবীর।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জামাল জানান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমাণ্ড আবেদন করা হবে।
এদিকে তিথি হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার লালমোহন চৌরাস্তার মোড়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতি, মিডিয়া ক্লাব ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীররা মানববন্ধন ও সমাবেশ করেছে।
বক্তারা মেহেদি হাসান রুবেলসহ সকল আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
উল্লেখ্য, যৌতুকের দাবিতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে তিথিকে নির্যাতন করে হত্যা করা হয়।
এ ঘটনায় তিথির বাবা বাদী হয়ে তিথির স্বামী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান রুবেলসহ আটজনের বিরুদ্ধে লালমোহন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভোলায় কিশোরীকে আটকে রেখে টানা ৩ দিন ধরে গণধর্ষণ!
ভোলার লালমোহনে এক কিশোরীকে আটকে রেখে টানা তিনদিন ধরে গণধর্ষণবিস্তারিত পড়ুন
ভোলায় কালবৈশাখী ঝড়ে কলেজ ছাত্রাবাস ধুমড়ে মুচড়ে গেছে, আহত-১০
কামরুজ্জামান শাহীন, ভোলা প্রতিনিধি| ভোলার মনপুরায় প্রচন্ড কালবৈশাখী ঝড় ওবিস্তারিত পড়ুন
দ্বিতীয় শ্রেণীর মাদ্রাসার ছাত্রীকে যৌন নির্যাতন, লম্পট শিক্ষক আটক
কামরুজামান শাহীন, ভোলা প্রতিনিধি: ভোলা শহরের যুগীর ঘোল এলাকায় হোসাইনিয়াবিস্তারিত পড়ুন