শনিবার, জুলাই ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

‘সৎ উদ্দেশ্যেই দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন’

স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়নমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘সরকার সৎ উদ্দেশ্যেই দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। অথচ বিএনপি বলছে, এটা সরকারের দুরভিসন্ধি। আসলে সবকিছু বিএনপি এমন দৃষ্টিতেই দেখে। কেউ যদি ভালো কাজকে অসৎ ভাবে, তাহলে তো তাদের চোখে আমরা অস্ত্রপচার করতে পারব না।’

মঙ্গলবার দুপুরে নিজ মন্ত্রণালয়ের অধিনস্থ দফতরগুলোর সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপির প্রতিক্রিয়ার জবাবে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, সোমবার মন্ত্রিসভায় জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনও দলীয়ভাবে করার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তকে সরকারের দুরভিসন্ধি বলে দাবি করেছে বিএনপি।

এক প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘স্থানীয় নির্বাচনে সংঘাত, মারামারি হওয়ার প্রশ্নই আসে না। এ পদ্ধতিতে নির্বাচন হলে সংঘাত হবে না। বরং নির্বাচনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হবে। মূলত গণতন্ত্রকে তৃণমূল পর্যায়ে আরো শক্তিশালী করতে আইন সংশোধন করে দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান স্থানীয় সরকারমন্ত্রী। তিনি বলেন, ‘আপনাদের চাহিদা অনুযায়ী, মন্ত্রণালয় থেকে অর্থ ছাড়সহ সবধরনের সহযোগিতা করা হবে। প্রকল্প অনুমোদন পেতে মাসের পর মাস পার করার সুযোগ আর থাকবে না।’

সমঝোতা চুক্তি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘সমঝোতা চুক্তিকে আমি একতরফা মূল্যায়ন করব না। মন্ত্রণালয়ে যারা কার্যক্রমগুলো তদারকির দায়িত্ব থাকবেন তারা কতটুকু দায়িত্ব পালন করছেন সেটাও মূল্যায়ন হবে। কারণ মন্ত্রণালয় নিজেদের কাজে ব্যর্থ হলে আপনারা (দফতরগুলো) সফল হবে না।’

অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী প্রধান অতিথি ছিলেন। তার উপস্থিতিতে মন্ত্রণালয়ের অধিনস্থ দফতরগুলোর প্রধানগণ নিজ নিজ দফতরের পক্ষে মন্ত্রণালয়ের সঙ্গে আগামী একবছরের কর্মসম্পাদনের চুক্তিতে স্বাক্ষর করেন। মন্ত্রণালয়ের ২৮টি দফতর ও সংস্থা মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা চুক্তিতে সই করে। এর মধ্যে স্থানীয় সরকার বিভাগের ১৮টি এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ১০টি দফতর রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, স্থানীয় সরকার সচিব আব্দুল মালেক, পল্লী উন্নয়ন সচিব এম এ কাদেরসহ অধিনস্থ দফতরগুলোর প্রধানরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন

ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন

টানা তিন দিন মোবাইল ইন্টারনেটে ধীরগতি

দেশের বিভিন্ন স্থানে টানা তিন দিন ধরে মোবাইল ইন্টারনেট সেবাবিস্তারিত পড়ুন

বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন

  • ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
  • রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
  • জাহাঙ্গীরনগর রণক্ষেত্র, অর্ধশতাধিক আহত 
  • হত্যাকাণ্ডসহ সব অনভিপ্রেত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে: প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা কোটা আন্দোলনকারীদের
  • ছাত্রপক্ষের ঢাবি শাখার আহ্বায়ক জিহাদ, সদস্যসচিব হাসিব
  • আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে খুবিতে বিক্ষোভ
  • ভারি বৃষ্টির আভাস ৪ বিভাগে, বাড়তে পারে তাপমাত্রা
  • সরকারের জিম্মি থেকে দেশ ও জনগণ মুক্তি চায়: রাশেদ প্রধান
  • সতর্কবার্তা যাচ্ছে কোটা আন্দোলনে
  • পাকিস্তানের সংসদে পিটিআইকে সংরক্ষিত আসন দিতে আদালতের নির্দেশ
  • তিন দিন পর সারাদেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক