রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

সভাপতির ব্যতিক্রমী উদ্যোগ

হরিণাকুন্ডুর একটি স্কুলে বাল্য বিয়ে ঠেকাতে সভাপতির ব্যতিক্রমী উদ্যোগ

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভায়না শহীদ মোশারফ-দলিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েদের বাল্য বিয়ে ঠেকাতে ব্যতিক্রম উদ্যোগ গ্রহন করা হয়েছে। বাল্য বিয়ের পাশাপাশি ছাত্রীদের ঝরে পড়া ঠেকাতে স্কুলে আসা দুর দুরান্তের মেয়েদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। স্কুল ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণের বিষয়টি গোটা জেলায় আলোড়ন সৃষ্টি হয়েছে।

ভায়না শহীদ মোশারফ-দলিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক জানান, পাঁচ কিলোমিটার পাঁয়ে হেটে স্কুলে আসা স্মৃতি খাতুনের জন্য ছিল কষ্টের। এ কারণে দশম শ্রেণীতে পড়া অবস্থায় পরিবারের পক্ষ থেকে তাকে বিয়ে দেওয়া হয়। নবম শ্রেণীর আরেক ছাত্রী রাণী সুলতানা ও কবিতা খাতুনেরও একই কারণে বসতে হয় বিয়ের পীড়িতে।

প্রধান শিক্ষকের ভাষ্যমতে ২০১৫ সালেই এভাবে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ টি মেয়ে বাল্য বিয়েল শিকার হয়। দুরের পথ পাড়ি দিয়ে স্কুলে আসার কারণে মুলত তাদের বিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীদের এই কষ্ট দুর করতে এগিয়ে আসেন প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি, ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম ওরফে মিন্টু। তিনি দূরের মেয়ে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরন শুরু করছেন। ইতোমধ্যে ১৭ জন ছাত্রীর মাঝে ১৭টি বাইসাইকেল তুলে দেওয়া হয়েছে।

আরো সাইকেল দেওয়া হবে জানিয়েছেন স্কুলের সভাপতি সাইদুল করিম মিন্টু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক জানান, তাদের প্রতিষ্টানটি ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত। বর্তমানে ৬২৭ জন শিক্ষার্থী রয়েছে। যার মধ্যে ৬০ শতাংশ মেয়ে। বিদ্যালয়টি ঝিনাইদহ শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার, আর উপজেলা শহর থেকে ১৫ কিলোমিটার দূরে অজপাড়াগায়ে অবস্থিত। প্রতিষ্টানটি পাড়াগায়ে হলেও পড়ালেখার মান খুবই ভালো। গত এসএসসি পরীক্ষায় ১০৯ জন অংশ নিয়ে সবাই পাশ করেছে। ৯ জন জিপিএ-৫ পেয়েছে। প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক আরো জানান, তাদের বিদ্যালয়টি ভৌগলিক দিক থেকে গুরুত্বপুর্ন স্থানে এবং ৪ থেকে ৫ কিলোমিটার দূরের ছেলে-মেয়েরা পড়তে আসে। পাঁয়ে হেটে আসতে তাদের অনেক কষ্ট হয়। মেয়েরা এতো দুরের রাস্তা হেটে আসতে প্রায়ই নানা সমস্যায় পড়ে।

তিনি জানান, উত্তরে আব্দালপুর, দক্ষিনে পাখিমারা, পূর্বে পিয়ারপুর ও পশ্চিমে জোড়াদাহ মাধ্যমিক বিদ্যালয়। যার সবগুলোই অনেক দূরে অবস্থিত। আর এই কারনেই অভিভাবকরা মেয়েকে পড়ালেখা করাতে না পাঠিয়ে অল্প বয়সে বিয়ে দেওয়ার চিন্তা করছেন। এ কারণে মেধাবী মেয়েরা ঝড়ে পড়ছে। এই বাল্য বিয়ে বন্ধ ও মেয়েদের ঝরে পড়া ঠেকাতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইদুল করিম ওরফে মিন্টু মেয়েদের মাঝে সাইকেল বিতরণের সিদ্ধান্ত নেন।

পর্যায়ক্রমে গরিব, মেধাবী এবং যারা পড়ালেখায় আগ্রহী তাদের হাতে সাইকেল তুলে দেওয়া শুরু করেছেন। গত ১৪ জানুয়ারি দুই শিক্ষার্থীর হাতে দুইটি সাইকেল তুলে দিয়ে কর্মসুচির উদ্বোধন করেন সাইদুল করিম। এ সময় হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন ও মাধ্যমিক শিক্ষা অফিসার সুলতান আলীসহ এলাকার সূধী মানুষ উপস্থিত ছিলেন। সাইকেল পেয়ে বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ফিরোজা খাতুন জানায়, অনেক আগে থেকেই সাইকেল চালাতে পারি। কিন্তু বাবা সাইকেল চালাতে দেয়নি।

এখন সভাপতির দেওয়া সাইকেল চড়ে স্কুলে আসছি। বাবাও কিছু বলছে না। সাইকেলে চড়ে স্কুলে আসতে তার কষ্ট কমেছে, আর বেড়েছে পড়ালেখার আগ্রহ। আরেক শিক্ষার্থী শিখা খাতুন জানান, তার বাবার পক্ষে একটা সাইকেল কিনে দেওয়ার সমর্থ নেই। কষ্ট করেই তাকে আসতে হতো স্কুলে। বেশি দিন হয়তো আসা হতো না, বিয়ের আয়োজন করা হতো। সাইকেল পেয়ে সেই চিন্তা দূর হয়েছে। আশা জেগেছে বাকি পড়ালেখা শেষ করতে পারবে।

সাইকেল পাওয়া শিক্ষার্থী সোনালী খাতুনের বাবা মহি উদ্দিন জানান, মেয়েদের কষ্ট দূর করতে এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবি রাখে। তিনি বলেন, এখন কোনো অভিভাবক বলতে পারবে না তার মেয়েকে স্কুলে না পাঠিয়ে বিয়ে দেবেন। বিদ্যালয়ের সভাপতি সাইদুল করিম জানান, সব ক্ষেত্রে মেয়েদের এগিয়ে যাওয়ার সময় এসেছে। মেয়েদের অংশগ্রহন মুলক কর্মকান্ড বৃদ্ধির জন্য শিক্ষিত হতে হবে। তিনি বলেন, পাড়াগায়ের স্কুল হওয়ায় মেয়েরা অল্প বয়সে বিয়ের পিড়িতে বসবে এটা হতে পারে না। তাই তিনি এই কর্মসুচি হাতে নিয়েছেন। ব্যক্তি উদ্যোগে এভাবে আরো সাইকেল বিতরণ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা

গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন

তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের

ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার) স্বর্ণ চোরাচালানকারীবিস্তারিত পড়ুন

মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডেবিস্তারিত পড়ুন

  • ঝিনাইদহে সেনা সদস্যকে কুপিয়ে হত্যা
  • ঝিনাইদহে শিশুকে শ্বাসরোধে হত্যা, বাবা গ্রেফতার
  • ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩২, অস্ত্র-গুলি উদ্ধার
  • ঝিনাইদহে নিখোঁজের ৩ দিন পর নারীর লাশ উদ্ধার
  • সকাল থেকে ফের অভিযান
  • ঝিনাইদহে জঙ্গি আস্তানা সন্দেহে ২ বাড়িতে অভিযান শুরু
  • দুই বাড়িতে বিস্ফোরক পুঁতে রাখা রয়েছে : র‍্যাব
  • ঝিনাইদহে একটি কলা গাছে ৬৫টি মোছা
  • ঝিনাইদহ থেকে হারিয়ে যাচ্ছে দেশি পাখি
  • অপারেশন ‘সাটল স্প্লিট’ শেষ
  • ঝিনাইদহের লেবুতলার জঙ্গি আস্তানায় অভিযান শুরু
  • ঝিনাইদহে প্রতিবন্ধীকে ধর্ষণ, বতর্মানে এক মাসের অন্তঃসত্তা, বিচার চেয়ে আদালতের শরণাপন্ন