হাজিরা দিতে জাবির ৫৬ শিক্ষার্থী সিএমএম কোর্টে
ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে উপস্থিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৬ জন শিক্ষার্থী হাজিরা দিতে। আজ মঙ্গলবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টায় শিক্ষার্থীরা কোর্টের সামনে হাজির হয়েছেন বলে জানা গেছে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নেতা নজির আমিন চৌধুরী জয় বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনরে দায়ের করা মামলায় আদালত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ৫৬ জন শিক্ষার্থীকে হাজিরা দেওয়ার জন্য ডেকেছেন। আমরা সকালে ক্যাম্পাস থেকে প্রায় ৩০ জনের মতো এসেছি। বাকিরা যারা ঢাকা কিংবা ঢাকার আশপাশের জেলায় রয়েছেন। তারাও আদালতের পথে।
এদিকে আদালতে হাজিরা দেওয়ার জন্য একটি সংগঠনের নামে বিশ্ববিদ্যালয়ের বাস বরাদ্দ নিলেও গতরাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা বাতিল করেছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা কমিউনিটি বাসে গাদাগাদি করে আদালতে হাজির হয়েছেন।
সড়ক দুর্ঘটনায় জাবির দুই শিক্ষার্থী নিহতের ঘটনা কেন্দ্র করে বেআইনিভাবে বিশ্ববিদ্যালয়সংলগ্ন মহাসড়ক ও ভিসির বাসভবন অবরোধ, মারধর, জখম, ভাঙচুর, ক্ষতিসাধন ও হুমকির জন্য ২৭ মে রাত ১২টায় আশুলিয়া থানায় ৫৬ শিক্ষার্থীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনের বিরুদ্ধে মামলা করেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
টোফেল পরীক্ষার নিবন্ধন করবেন যেভাবে
উচ্চশিক্ষায় ইংরেজি ভাষা দক্ষতা যাচাইয়ের একটি প্রমিত নিরীক্ষণ ব্যবস্থা টোফেলবিস্তারিত পড়ুন
মারা গেলেন কোটা আন্দোলনে আহত জবি শিক্ষার্থী সাজিদ
নিজস্ব সংবাদদাতাঃ কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞানবিস্তারিত পড়ুন