হাতের বা পায়ের হোক ‘ফোসকা’ এখন কমবেই
প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় ঠেলে ঠাকুর দেখার দিন৷ গায়ে নতুন জামা৷ পায়ে নতুন জুতো৷ আর সমস্যা সেই নতুন জুতো নিয়েই৷ নতুন জুতো পড়লেই পায়ে ফোসকা পড়ে যায় অনেকের৷ আর রান্নার সময় গরম তেল ছিটে হাতে বা শরীরের অন্যান্য অংশেও ফোসকা পড়ে৷ এই দু’ধরণের ফোসকাই বেশ কিছুদিন ভোগায়। বিশেষ করে ফোসকা ফেটে গেলে অসহ্য জ্বালার সৃষ্টি করে৷ সেই ফোসকার হাত থেকে নিজিকে বাঁচাতে কী করবেন আপনি? তার কিছু উপায় দেওয়া হল৷
১) নুন জল
ঠাণ্ডা জলে নুন দিয়ে যে জায়গায় ফোসকা পড়েছে সেই জায়গা ভিজিয়ে রাখুন ১৫-২০ মিনিট। এতে জ্বালা কমবে এবং ফোসকার ফুলে ওঠাও অনেকটা কমে যাবে৷
২) টুথপেস্ট
এই সমাধানটির কথা সকলেই জানেন। খুব সহজ ঘরোয়া সমাধানের মধ্যে অন্যতম হচ্ছে টুথপেস্টের ব্যবহার। ফোসকা পড়া স্থানে যতো দ্রুত সম্ভব টুথপেস্ট লাগিয়ে নিন। এতে করে ফুলে উঠা এবং ফোসকার ভেতরের পানি খুব সহজেই কমে যাবে এবং এতে জ্বালাও কমবে৷
৩) ডিম
ফোসকা পড়া স্থানে দ্রুত ডিমের সাদা অংশ লাগিয়ে নিলে ফোসকার সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। অনেক সময় দ্রুত ডিমের ব্যবহারে চামড়ায় ফোসকাই পড়ে না।
৪) ডিওডোরেন্ট
ফোসকা পড়ার সমস্যার আরেকটি সহজ সমাধান হচ্ছে ডিওডোরেন্টের ব্যবহার। স্প্রে ডিওডোরেন্ট নয় ডিও রোল অন ধরণের ডিওডরেন্ট ফোসকার উপরে লাগিয়ে নিলে অনেকটা উপশম হয়৷
৫) গ্রিন টি ও ব্ল্যাক টি
গ্রিন টির অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান খুব দ্রুত ফোলা কমাতে এবং প্রদাহ বন্ধ করতে সহায়তা করে। যদি হাতের কাছে গ্রিন-টি না থাকে তাহলে ব্ল্যাক-টি দিয়েও কাজ চালানো যায়৷ এতেও ভালো ফল পাওয়া যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
রেড মিট খাওয়ার আগে কিছু পরামর্শ জেনে নিন
কোরবানি ঈদে বেশ কয়েকদিন টানা খাওয়া হয় গরু বা খাসিরবিস্তারিত পড়ুন
জাপান ও ইউরোপে বিরল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ
জাপানে, একটি বিরল “মাংস খাওয়া ব্যাকটেরিয়া” এর কারণে এক রোগবিস্তারিত পড়ুন