১৪ঘন্টা পর অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার

জয়পুরহাটে অপহরনের ১৪ ঘন্টা পর অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে জেলার কালাই উপজেলার বিয়ালা গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। অপহৃত ছাত্রী খাদিজা বেগম (১৪) সদর উপজেলার দুর্গাদহ গ্রামের মৃত হাফিজার রহমানের মেয়ে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে জয়পুরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী খাদিজাকে স্কুলের সামনে থেকে অপহরন করে প্রতিবেশি উজ্জল। ওই দিন রাত ১০টার দিকে খাদিজা লুকিয়ে তার মামাকে ফোন করে উদ্ধারের আকুতি জানায়। খবর পেয়ে পরিবারের লোকজন বিষয়টি পুলিশ কে জানালে মোবাইল ফোনের সুত্র ধরে তাকে কালাই উপজেলার বিয়ালা গ্রামের আঃ রাজ্জাকের বাড়ি থেকে উদ্ধার করা হয়।
অপহরনের সাথে জড়িত থাকার দায়ে বাড়ির মালিক আঃ রাজ্জাকের স্ত্রী হিরা বেগম (২৪) কে আটক করে পুলিশ। এসময় অপহরনকারী উজ্জল ও বাড়ির মালিক রাজ্জাক পালিয়ে যায়। এব্যাপারে থানায় অপহরন মামলার প্রস্তুতি নিচ্ছে অপহৃতের পরিবার।
জয়পুরহাটের সহকারী পুলিশসুপার (এএসপি সার্কেল) অশোক কুমার পাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছাত্রী অপহরনের অভিযোগ পাওয়ার পর রাতভর অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়েছে। তবে মুল আসামীকে ধরার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

জয়পুরহাটে ধর্ষক সুইটের বিচার দাবি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া সরকারি প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়েরবিস্তারিত পড়ুন
স্বামীর সঙ্গে অভিমান করে শিশুকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ!
স্বামীর সঙ্গে অভিমান করে জয়পুরহাটের সদর উপজেলায় শিশু মেয়েকে নিয়েবিস্তারিত পড়ুন

শিশুর লাশ উদ্ধার, অপহরণের পর হত্যার অভিযোগ
জয়পুরহাটের কালাই উপজেলার পৌর এলাকায় দ্বিতীয় শ্রেণিতে পড়া এক শিশুকেবিস্তারিত পড়ুন