‘২০১৮ সালের মধ্যে দেশের সব জায়গায় বিদ্যুৎ পৌঁছে দিবে সরকার’
২০১৮ সালের মধ্যে বাংলাদেশের সব জায়গায় বিদ্যুৎ পৌঁছে দিবে সরকার। এমনটাই জানিয়েছেন নৌ-পরিবহণমন্ত্রী শাজাহান খান।
শনিবার বিকালে মাদারীপুরের রাজৈরের বাজিতপুরের চৌরাশি গ্রামে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নৌ-মন্ত্রী এ সময় আরো বলেন, খালেদা জিয়ার চোখে ছানি পড়ায় তিনি দেশের কোন উন্নয়নই দেখেন না। তিনি লন্ডনে গিয়েছিলেন চোখের ছানি কাটতে। এখন চোখে না দেখার পাশাপাশি খালেদা জিয়া কানেও শুনেন না।
২০১৩-১৪ সালের বিএনপি ও জামায়াতের তান্ডব নিয়ে নৌমন্ত্রী আরো বলেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসকে লালন করে শেখ হাসিনাকে উত্থান করতে বিএনপি ও জামায়াত এমন কোন কাজ বাকি রাখেনি। বাংলার জনগণ এক থাকলে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুৎ করতে পারবে না কেউ।’
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মিয়াজ উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্বাহী প্রকৌশলী নির্মল কুমার বিশ্বাস, রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ভুইয়া, বাজিতপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম হাওলাদারসহ অন্যরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
দেশের মানুষের মনোবাসনা বুঝে স্বচ্ছ রাজনীতির আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ীবিস্তারিত পড়ুন
বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
বগুড়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৫৭ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে বগুড়া সদর থানায় গাবতলীর নিহত বিএনপি নেতা জিল্লুর রহমানের স্ত্রী খাদিজা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের একদফা আন্দোলনে গিয়ে সংঘর্ষের সময় শহরের ঝাউতলা এলাকায় নিহত হনবিস্তারিত পড়ুন
১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
১৭ বছর পর খুলে দেওয়া হলো বিএনপির ভাইস চেয়ারম্যান ওবিস্তারিত পড়ুন