২০৪ কোটি টাকা চেয়েছে নতুন অর্থবছরে সংসদ
নতুন অর্থবছরে জাতীয় সংসদের জন্য ২০৪ কোটি টাকা বরাদ্দ চেয়েছে সংসদ সচিবালয় কমিশন। চলতি ২০১৪-১৫ অর্থবছরে বরাদ্দ ছিল ২১৯ কোটি টাকা।
বুধবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কমিশন বৈঠকে এ বাজেট প্রস্তাব করা হয়। কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইনমন্ত্রী আনিসুল হক বৈঠকে অংশ নেন। প্রধান হুইপ আ স ম ফিরোজ বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন।
সার্বভৌম প্রতিষ্ঠান জাতীয় সংসদে সংশ্লিষ্টদের বেতন-ভাতাসহ আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য প্রতিবছরই কমিশন বৈঠকে বাজেট বরাদ্দের প্রস্তাব করা হয়। পরে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। আগামী অর্থবছরে বরাদ্দ কম চাওয়ার বিষয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকের বলেন, “গতবার আমাদের বরাদ্দ ছিল ২১৯ কোটি টাকা। সংসদের ডাটা সেন্টার নির্মাণের জন্য নয় কোটি টাকা বরাদ্দ ছিল, যা আগামী অর্থ বছর আর প্রয়োজন নেই। এ জন্য বরাদ্দ কিছুটা কমেছে।”
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ২০১৫-২০১৬ অর্থ বছরের বাংলাদেশ জাতীয় সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে ২০৩ কোটি ৭৮ লাখ ৪৩ হাজার টাকার প্রাক্কলিত বাজেট প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে অনুন্নয়ন খাতে ১৯৭ কোটি ১৩ লাখ ৪৩ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ৬ কোটি ৬৫ লাখ টাকা বরাদ্দের চাওয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

তারেক রহমানের জন্য প্রস্তুত করা হচ্ছে বারিধারা ডিওএইচএসের একটি বাড়ি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি তফসিল ঘোষণার পর দেশেবিস্তারিত পড়ুন

বগুড়ার ট্রাকের ধাক্কায় দু’জন নিহত, আহত ২১ জন
বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় দু’জন নিহত ও অন্তত ২১ জনবিস্তারিত পড়ুন

নিষিদ্ধ হিযবুত তাহরীরের মিছিল থেকে ৮ সদস্য গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের মিছিল থেকে আট সদস্যকে গ্রেপ্তারবিস্তারিত পড়ুন